
roktim singhashon - stoic bliss lyrics
শতাব্দীর প্রান্তে দাঁড়িয়ে আজ
ধরে আছি আমি এই আমার
আঁকড়ে আছি কলঙ্কের সেই রক্তিম সিংহাসন
হাজার ক্ষুব্ধ কলহের পর
উগ্র শ্বাস শুনে ডুবে গেছে বালুচর
ক্ষীপ্ত পৃথিবীর অভিশাপে
কেউ আপন আর কেউ পর
কালো মেঘের ছায়ায় ঘেরা আমাদের এই নির্বাসন
ক্ষুব্ধ পৃথিবীর কাছে আমাদের এই আবেদন
দুঃখ বুকে জড়িয়ে তোমায় দিয়ে দেবো অবাধ সুখ
চাইনা কোনো মিছে আশা
ভেঙ্গে দিয়ো না নিষ্পাপ বুক
এখন আমি একা আবার গড়ে
তুলবো পৃথিবীকে নতুন করে
সাজিয়ে দেবো স্রষ্টার আলোকে
অপরুপ এ প্রহর
চাঁদমামা চাঁদমামা কোথায় তুমি
হারিয়ে গেলে মেঘের আকাশে
জ্বলন্ত চিতার আগুনে তারা জ্বলবে বাতাসে
তবু হাল ছাড়েনি সেই পাহাড়ি মেয়ে
চোখটা আবেগে ছলছলে
করছে প্রার্থনা ও চাঁদমামা
ফিরে কবে আসবে?
কালো মেঘের ছায়ায় ঘেরা আমাদের এই নির্বাসন
ক্ষুব্ধ পৃথিবীর কাছে আমাদের এই আবেদন
দুঃখ বুকে জড়িয়ে তোমায় দিয়ে দেবো অবাধ সুখ
চাইনা কোনো মিছে আশা
ভেঙ্গে দিয়ো না নিষ্পাপ বুক
কালো মেঘের ছায়ায় ঘেরা আমাদের এই নির্বাসন
ক্ষুব্ধ পৃথিবীর কাছে আমাদের এই আবেদন
দুঃখ বুকে জড়িয়ে তোমায় দিয়ে দেবো অবাধ সুখ
চাইনা কোনো মিছে আশা
ভেঙ্গে দিয়ো না নিষ্পাপ বুক
Random Song Lyrics :
- o que meus olhos vêem - rádio freqüência lyrics
- furador maldito - mc duda do marapé lyrics
- você de volta - wesley safadão lyrics
- mil novecentos e além - ronnie von lyrics
- black bubblegum - the dillinger escape plan lyrics
- poesia sertaneja - pe. fábio de melo lyrics
- prostitutas s.a. - sertão sangrento lyrics
- el cantar de un niño - abraham velazquez lyrics
- el ausente - pastor lopez lyrics
- deus do impossível - bruna karla lyrics