
pakhi amar nirer pakhi - subhagoto choudhury lyrics
Loading...
পাখি আমার নীড়ের পাখি অধীর হল কেন জানি–
আকাশ-কোণে যায় শোনা কি ভোরের আলোর কানাকানি ।।
ডাক উঠেছে মেঘে মেঘে,
অলস পাখা উঠল জেগে–
লাগল তারে উদাসী ওই নীল গগনের পরশখানি ।।
আমার নীড়ের পাখি এবার উধাও হল আকাশ-মাঝে ।
যায় নি কারো সন্ধানে সে, যায় নি যে সে কোনো কাজে ।
গানের ভরা উঠল ভ’রে,
চায় দিতে তাই উজাড় ক’রে-
নীরব গানের সাগর-মাঝে আপন প্রাণের সকল বাণী ।।
Random Song Lyrics :
- declaring new law (secret hell) - morbid angel lyrics
- different - deniro farrar lyrics
- the 14th - fifth (rap) lyrics
- lose myself - cast lyrics
- moment - a4 lyrics
- jeszcze polska - kazik lyrics
- shawty said! (freestyle) - camerxn lyrics
- sal del clóset - puerquerama lyrics
- high as fuck - zodiak lyrics
- still going - marty grimes lyrics