
chander hasir bandh - subir sen lyrics
Loading...
চাঁদের হাসির বাঁধ ভেঙেছে
উছলে পড়ে আলো
ও রজনীগন্ধা, তোমার গন্ধসুধা ঢালো
চাঁদের হাসির বাঁধ ভেঙেছে
পাগল হাওয়া বুঝতে নারে
ডাক পড়েছে কোথায় তারে
পাগল হাওয়া বুঝতে নারে
ডাক পড়েছে কোথায় তারে
ফুলের বনে যার পাশে যায়
তারেই লাগে ভালো
ও রজনীগন্ধা, তোমার গন্ধসুধা ঢালো
চাঁদের হাসির বাঁধ ভেঙেছে
নীল গগনের ললাটখানি চন্দনে আজ মাখা
বাণীবনের হংসমিথুন মেলেছে আজ পাখা
নীল গগনের ললাটখানি চন্দনে আজ মাখা
বাণীবনের হংসমিথুন মেলেছে আজ পাখা
পারিজাতের কেশর নিয়ে ধরায়, শশী, ছড়াও কী এ
পারিজাতের কেশর নিয়ে ধরায়, শশী, ছড়াও কী এ
ইন্দ্রপুরীর কোন রমণী বাসরপ্রদীপ জ্বালো
ও রজনীগন্ধা, তোমার গন্ধসুধা ঢালো
চাঁদের হাসির বাঁধ ভেঙেছে
Random Song Lyrics :
- still i rise - davecreates lyrics
- a chance - caro pierotto lyrics
- vii. litany of the forsaken - nicholas lens & nick cave lyrics
- la money (solo) - miley cyrus lyrics
- я был там где ты не был (i've been where you haven't been) - xvimaxx lyrics
- little bit sus - gtn music lyrics
- off-white - luisthe3rd lyrics
- abandonar - max weezy lyrics
- whole vibe* - jettlifejoel lyrics
- they couldn't stand by - david rovics lyrics