
amar mon mane na dinrajani - suman chatterjee lyrics
Loading...
আমার মন মানে না দিনরজনী
আমি কী কথা স্মরিয়া এ তনু ভরিয়া পুলক রাখিতে নারি
ওগো, কী ভাবিয়া মনে এ দুটি নয়নে উথলে নয়নবারি–
ওগো সজনি
সে সুধাবচন, সে সুখপরশ, অঙ্গে বাজিছে বাঁশি
তাই শুনিয়া শুনিয়া আপনার মনে হৃদয় হয় উদাসী–
কেন না জানি
ওগো, বাতাসে কী কথা ভেসে চলে আসে, আকাশে কী মুখ জাগে।
ওগো, বনমর্মরে নদীনির্ঝরে কী মধুর সুর লাগে।
ফুলের গন্ধ বন্ধুর মতো জড়ায়ে ধরিছে গলে–
আমি এ কথা, এ ব্যথা, সুখব্যাকুলতা কাহার চরণতলে দিব নিছনি
Random Song Lyrics :
- hoes in my jeans* - lil gotit lyrics
- time and time - michaela foster marsh lyrics
- vvs's - jevon b lyrics
- alternative love - yellinek lyrics
- husky - alan lyrics
- stay far - k suave lyrics
- momentum - nukhu flud lyrics
- funeral song - prom sex lyrics
- niyetini bozma - ebru gündeş lyrics
- capricho - vía zaragoza lyrics