jokhon shob obhiman - sunny rabius sunny lyrics
Loading...
যখন
মন খারাপ আর থাকবে না
মনে পড়বে ছোট ছোট সব কথা
ভুল বোঝাবুঝি, অভিমান
স্মৃতি*কাতরতা
যখন
চোখে জল আর আসবে না
হাসিমাখা সময়ের ভিড়ে
ভাংবে অবশ নীরবতা
সব অভিমান যাবে ভেঙে
বন্ধুত্ব ফিরবে চুপিসারে
মনে পড়ে যাবে আবার
কেন বলিনি কথা
যখন
একলা রাতে বইবে হিমেল হাওয়া
মনে পড়বে মুভি আড্ডা
খেলা, আর কত কাপ চা
একটা সময় আসবে
যখন হাতে আর সময় থাকবে না
জীবনের ছবি কথা বলবে নীরবে
জীবন দেয় না সব উত্তর
স্মৃতি শুধু থাকবে হৃদয়ে
চিরকাল জেগে
যখন
সব অভিমান যাবে ভেঙে
বন্ধুত্ব ফিরবে চুপিসারে
মনে পড়ে যাবে আগেই
কেন বলিনি কথা
যখন
সব অভিমান যাবে ভেঙে
বন্ধুত্ব ফিরবে চুপিসারে
মনে পড়ে যাবে আগেই
কেন বলিনি কথা
Random Song Lyrics :
- destructo - ribs lyrics
- unreleased track 3 - oxxxymiron lyrics
- goyard 2019 - aroma lyrics
- "maybewhenimdead" - xponent_badvibes lyrics
- really!? - jay portal lyrics
- heigh ho grand canyon - the amoeba people lyrics
- streets nuh right - shenseea lyrics
- extra fly - godking lotto lyrics
- я за зож (big shaq remix) - 321gang lyrics
- anger - dylan paterson lyrics