kenar nesha - sunny rabius sunny lyrics
সকালবেলা চোখ মেলেই
ফোনটা দেখি প্রথমে
নোটিফিকেশন, লাইক, কমেন্ট
দিনটা শুরু এইভাবে
সোশ্যাল মিডিয়া স্ক্রল করি
যেখানে যাই ফোন সাথে নেই
হঠাৎ করে অ্যাড আসে
দরকার নাই, তবু কিনতে চাই
কিনতে চাই
জুতা কিনলাম, জামা কিনলাম
কিনলাম ফোনের কভার
ভালোটাই কিনি, দাম তো বেশি না
আরামটা দরকার
ডিসকাউন্ট! লাস্ট ডে অফার
কিনতে হবে জিনিস দামী
পকেট ফাঁকা, তবু রুচি আমার ভালো
করবো না কিপটামি
(সকালবেলা চোখ মেলেই
ফোনটা দেখি প্রথমে)
তোমার কী চাই, সব ওরা জানে
আছে দারুণ অ্যালগরিদম
কাল যা দেখেছো, যেটা নিয়ে কথা বলেছো
আজ দেখবে সেটার দাম কম
(শুধু আজকের অফার)
শেষ হয়ে যাবে, স্টক করবে ফাঁকা
ক্যাশ অন ডেলিভারি
ডেবিট ক্রেডিট, নয়তো লোন
নিয়ে দাও টাকা
নতুন ফোন, শাড়ি, গাড়ি, বাড়ি
নতুন এটা*ওটা চাই
তবু কেন এই মনটা ভরে না
উত্তর জানা নাই
ওরা চায় তুমি আরও কেনো
ঋণের ফাঁদে পড়ে থাকো অন্ধকারে
প্যাকেট মোড়ানো পণ্যগুলোই
পকেট ফাঁকা করাবে তোমারে
থামো! ভাবো একবার
আসলেই কি এটা কেনা দরকার
কতো কিছু পড়ে আছে
মন কেন চায় কিনতে বারবার
ভাঙো ওই নেশার খাঁচা
চিন্তার ওই কারাগার
কেনাকাটা, লাইক, কমেন্ট, শেয়ার
সব ধোঁকা আর অন্ধকার
(savemoney.sunnyrabiussunny.com)
তারা বলবে, কিনেই ফেলুন, জীবন তো একটাই
“শখটাই সব”, “রুচি খুব ভালো”—”টাকার চিন্তা নাই”
কেনাকাটা করো বাবুর জন্য
বাবার জন্য, মায়ের জন্য
পরিবার বা প্রেমিকার জন্য
নিজের কিংবা বন্ধুর জন্য
বেশি কিছু না, জাস্ট ভদ্রতা
বা সামাজিকতার জন্য
কিনেই ফেলো এই আর ওই পণ্য
(rap)
একটা ট্রেন্ডে পাগল হয়ে ছুটলে গতকাল
আজ ভুলে গেলে, কাল
দেখবে আরেক নতুন জাল
প্রোডাক্ট বানায় পাহাড় কেটে
বরফ গলে নদী শুকায়
ফেলে দেওয়া মাল পানিতে ভাসে
ময়লা যায় কোথায়?
প্লাস্টিক পুড়ে কালো ধোঁয়া ওড়ে
দেখো ওই কারখানায়
আজেবাজে জিনিস কিনে ফেলে দিলে
সেটা পৃথিবীকে কালো বানায়
শ্রমিক কাঁদে কারখানাতে
পোড়া হাত, আছে বড় লোন
তুমি কিনতেছো পাঞ্জাবি শাড়ি
বিকালে আছে নিমন্ত্রণ
নতুন ডিজাইন, নতুন শো*অফ
ভাবছো হেল্প করতেছো
নিজের সুখ কিনতে গিয়ে
অন্যের স্বপ্ন গলা টিপে মারতেছো
কেনার আগে একবার ভাবো তো ভাই
সত্যি কি এটা চাই
কোনটা জরুরি, কোনটা হুদাই
আসলে দরকার নাই
একটা বই, একটা গান, একটা ভালো কথা বলে
চাওয়া আর পাওয়া কম হলে, জীবনে শান্তি মেলে
একটা বিকাল বৃষ্টি ভেজা, একটা খোলা মাঠ
একটা কফি বন্ধুর সাথে গল্প সারা রাত
কেনাকাটায় সুখ মেলে না
সুখ আসে হেসে মন খুলে
কম চাওয়া মানে বেশি পাওয়া
মনে রেখো, যেও না ভুলে
লাইক কমেন্টেও সুখ মেলে না
সুখ আসে হেসে মন খুলে
কম চাওয়া মানে বেশি পাওয়া
মনে রেখো, যেও না ভুলে
Random Song Lyrics :
- nextweek - sumo lyrics
- eu sem você - wilson e soraia lyrics
- viver por você é mais que prazer - aviões do forró lyrics
- tô abrindo as portas do meu coracão - rick e renner lyrics
- se ainda existe amor - leonardo lyrics
- somos assim (juventude de atitude) - facção central lyrics
- apenas mais um - espaço rap lyrics
- jogo do amor - pedro e thiago lyrics
- giuliana - klb lyrics
- tava tenso - mc barriga lyrics