lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

vote er gan - sunny rabius sunny lyrics

Loading...

ভোট মানে খালি ভালো কথা আর
খাওয়া*দাওয়া না রে ভাই
ভোট মানে ভালো ফিউচার
জবের নিশ্চয়তা চাই
রুলস স্ট্রিক্ট হলো, ট্যাক্স বাড়লো
জব হলো সোনার হরিণ
এতো কিছু দেখেও না বুঝলে
আপনাকে বোঝানো কঠিন

ফিনল্যান্ডে থাকা বাংলাদেশিরা
শুনুন দিয়ে মন
এই দেশের এই দলগুলো নিয়ে জানুন
ভাই ও বোন

বাম*পন্থী, ডান*পন্থী
এটুকু একটু বুঝতে হবে
কোন পার্টিকে ভোট দিলে
আপনার ভবিষ্যৎ ভালো হবে

এসডিপি বাম*পন্থী
থাকে ইমিগ্র্যান্ট আর স্টুডেন্টদের পাশে
কোকোমুস ডান*পন্থী
থাকে ব্যবসায়ী আর ফিনিশদের পাশে

সেন্টার পার্টি থাকে মাঝামাঝি
করে ফার্মারদের উন্নয়ন
গ্রিনস বলে তারা গাছ ভালোবাসে
কমাবে নাকি এমিশন
লেফট অ্যালায়েন্স বাম*পন্থী
চায় মাইনরিটি আর ইমিগ্র্যান্টদের অধিকার
পেরুসুয়োমালাইসেত ডান*পন্থী
চায় শুধু ফিনিশদের জয়*জয়কার

সুইডিশ পার্টি আছে
সুইডিশ ভাষাভাষীদের জন্য
ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটস চায়
তাদের ধর্ম হোক ধন্য

কিসে নিজের ভালো হবে
একটু বুঝে নিন
আপনাকে কোন দল রাখবে ভালো
সেটায় ফোকাস দিন

জবের প্রমিস আর ফাঁকা বুলি শুনে
পটবেন না রে ভাই
কোন দল আসলেই আপনার কথা ভাবে
সেটা বোঝা চাই

নিজের হাতেই নিজের জীবন
নিজের হাতেই ভাগ্য
বুঝে শুনে ভোট দিয়েন
কারণ এটাই গণতন্ত্র

রুলস স্ট্রিক্ট হলো, ট্যাক্স বাড়লো
জব হলো সোনার হরিণ
এতো কিছু দেখেও না বুঝলে
আপনাকে বোঝানো কঠিন
নিজের হাতেই নিজের জীবন
নিজের হাতেই ভাগ্য
বুঝে শুনে ভোট দিয়েন
কারণ এটাই গণতন্ত্র

বুঝে শুনে ভোট দিয়েন
কারণ এটাই গণতন্ত্র

Random Song Lyrics :

Popular

Loading...