
akash jure shuninu - supriyo maitra & paromita ghosh lyrics
Loading...
আকাশ জুড়ে শুনিনু ওই বাজে
তোমারি নাম সকল তারার মাঝে ॥
সে নামখানি নেমে এল ভুঁয়ে,
কখন আমার ললাট দিল ছুঁয়ে,
শান্তিধারায় বেদন গেল ধুয়ে—
আপন আমার আপনি মরে লাজে ॥
মন মিলে যায় আজ ওই নীরব রাতে
তারায়-ভরা ওই গগনের সাথে।
অমনি করে আমার এ হৃদয়
তোমার নামে হোক-না নামময়,
আঁধারে মোর তোমার আলোর জয়
গভীর হয়ে থাক্ জীবনের কাজে ॥
Random Song Lyrics :
- mazko - s4nri0 lyrics
- for you - fusia lyrics
- cut (outro) - n0vella lyrics
- beetlebum (live at the 100 club) - blur lyrics
- narcissistic tendencies - ill (fl) lyrics
- maluj zase obrázky - hana zagorová lyrics
- silent waters - midknyte lyrics
- не устроит мало - lil krain lyrics
- over - whitejunk lyrics
- hame oon rooza - neginkt lyrics