
chol mini - surma dohar lyrics
Loading...
চল মিনি আসাম যাবো
দেসে বড় দুখ রে
আসাম দেসে রে মিনি
চা বাগান ভরিয়া
আসাম দেসে রে মিনি
চা বাগান ভরিয়া
কুড়ল মারা যেমন তেমন,
ফাঁকি দিয়া পঠাইলি আসাম
বাকা তলা টান গো-
কুড়ল মারা যেমন তেমন
বাকা তলা টান গো
হায় যদুরাম
ফাঁকি দিয়া পঠাইলি আসাম।
এক পয়সার পোটিমাছ
আর গায়াগুনার ত্যাল গো
মিনির বাপে মাঙে যদি
আরোই দিব ঝোল গো।
সরদার বুলে কাম কাম
আর বাবু বুলে ধইর্যে আন
আর সাহিব বুলে লিব পিঠের চাম
রে যদুরাম
ফাঁকি দিয়া পঠাইলি আসাম
Random Song Lyrics :
- like the morning dew (live) - laura mvula lyrics
- restless - the skints lyrics
- i'm scared now - killa-p (pmg) lyrics
- 10 min - jux3w lyrics
- johnny madden - naked hustle lyrics
- hungover - louis nova lyrics
- tender years - willie nelson lyrics
- trevi fountain - leo kalyan lyrics
- somebody - lil sheik lyrics
- king of every battle - brittani scott lyrics