
aakash jure shuninu-susmita - susmita bhattacharya lyrics
Loading...
আকাশ জুড়ে শুনিনু ওই বাজে
তোমারি নাম সকল তারার মাঝে ॥
সে নামখানি নেমে এল ভুঁয়ে,
কখন আমার ললাট দিল ছুঁয়ে,
শান্তিধারায় বেদন গেল ধুয়ে—
আপন আমার আপনি মরে লাজে ॥
মন মিলে যায় আজ ওই নীরব রাতে
তারায়-ভরা ওই গগনের সাথে।
অমনি করে আমার এ হৃদয়
তোমার নামে হোক-না নামময়,
আঁধারে মোর তোমার আলোর জয়
গভীর হয়ে থাক্ জীবনের কাজে ॥
Random Song Lyrics :
- smiling in your sleep - theo katzman lyrics
- beautiful lie - lily moore lyrics
- friday night lights (star walkin’ demo 1) - lil nas x lyrics
- chrome heart tee - ihyksubi lyrics
- ton homme - saf lyrics
- pierre à l'édifice - lhv lyrics
- ときどきfly - 1017 muney lyrics
- тебя нет (you are absent) - yummi4, kuemi & akkiru1 lyrics
- nidgy nie bede jednym z was - damian minajj lyrics
- 첫사랑 (first love) - jeongaro (정아로) lyrics