
bhalobeshe jodi sukh nahi - susmita patra lyrics
Loading...
ভালোবেসে যদি সুখ নাহি
তবে কেন,
তবে কেন মিছে ভালোবাসা।
মন দিয়ে মন পেতে চাহি।
ওগো কেন,
ওগো কেন মিছে এ দুরাশা।
হৃদয়ে জ্বালায়ে বাসনার শিখা,
নয়নে সাজায়ে মায়া-মরীচিকা,
শুধু ঘুরে মরি মরুভূমে।
ওগো কেন,
ওগো কেন মিছে এ পিপাসা।
আপনি যে আছে আপনার কাছে,
নিখিল জগতে কী অভাব আছে।
আছে মন্দ সমীরণ, পুষ্পবিভূষণ,
কোকিল-কূজিত কুঞ্জ।
বিশ্বচরাচর লুপ্ত হয়ে যায়,
এ কী ঘোর প্রেম অন্ধ রাহুপ্রায়
জীবন যৌবন গ্রাসে।
তবে কেন,
তবে কেন মিছে এ কুয়াশা।
Random Song Lyrics :
- no es amor - kev koko, dj gigola & perra inmunda lyrics
- paris rock - mellow mood lyrics
- down to earth - bauer larson lyrics
- takeoff (등반) - yck lyrics
- nummer 9 - willi eyy lyrics
- relectures nocturnes. - oh..badkarma lyrics
- thunder yells - coat rack lyrics
- рассвет (dawn) - atraides lyrics
- shipping - nekbg, damnsancho lyrics
- lost in the woods - ode to cd lyrics