
abar ashibo phire - sutapa bhattacharya lyrics
Loading...
আবার আসিব িফরে
ধানিসিড়িটর তীরে—এই বাংলায়।
হয়েতো মানুষ নয়—হয়েতা বা শঙ্কচিল শালিকের েবশে;
হয়েতো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের েদশে কুয়াশার বুকে েভসে একিদন আসিব এ কাঠঁাল-ছায়ায়;
হয়তো বা হঁাস হ’ব—িকশোরীর—ঘুঙুর রহিবে লাল পায়,
সারা িদন কেেট যাবে কলমীর গন্ধ ভরা জলে েভসে েভসে;
আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালবেসে,
জলাঙ্গীর েঢউেয় েভজা বাংলার এ সবুজ করূণ ডাঙায়;
হয়তো দেখিব েচয়ে সুদশর্ন উড়িতেছে সন্ধার বাতাসে;
হয়েতো শুনিবে এক লক্ষীেপঁচা ডাকিতেছে িশমুেলর ডালে;
হয়েতো খইয়ের ধান ছড়াতেছে িশশু এক উঠানের ঘাসে;
রূপসার েঘালা জলে হয়েতা িকশোর এক শাদা েছঁড়া পালে িডঙা বায়;
—রাঙা েমঘ সঁাতরায়ে অন্ধকারে আসিতেছে নীড়ে েদখিবে ধবল বক:
আমারেই পাবে তুমি ইহাদের িভড়ে।।
Random Song Lyrics :
- call it home - elyne lyrics
- still trying - benny banks lyrics
- come around - quentin miller lyrics
- intro - p-trill lyrics
- i miss the money - joanna dean lyrics
- bored ignored - chaz dono & friends lyrics
- igreja desperta - dueto wa lyrics
- fishers of men - elle sanchez lyrics
- hood - mnzr lyrics
- maria - ckay lyrics