
durga - swapnomoy biswas lyrics
কথারা কেউ থাকবেনা জেনে তবুও
কথা দেওয়া বারোমাস
এই মিথ্যে কথার শহরে ভালোবাসার বদভ্যাসে
গলিময় আজ শুধুই স্তব্ধতা
তোমার আগমন উদাস চিত্তে গ্রীষ্ম দুপুরে
বিষন্ন রুমালের ক্ষণিকের নিম্নচাপে
ভুলে যাই বিবর্ণ অতীত,আর আত্মগোপনে বাড়ছে আয়ুরেখা
দূর্গা দূর্গা দূর্গা এসো একবার নয় আমার শহরে বুঝে নিও কথা ভাষার নিরবতায়
দূর্গা দূর্গা দূর্গা এসো স্বেচ্ছায় এসো আমার শহরে সাক্ষাৎ হবে শারদ সন্ধ্যায়।
তোমার কোকড়ানো চুল,টানাটানা চোখ
চোখের চাওনি ধ্বংসাত্মক
কানের দীর্ঘ ঝুমকো টা আর কপালের ভাজে প্রেমাকুতি সঞ্চয়
আঁকতে চেয়েছি হঠাৎ তোমায়
স্কুলের পুরনো ডায়রিটায় অহেতুক।
দূর্গা দূর্গা দূর্গা এসো ফিরে ফিরে আমার শহরে বুঝে নিও কথা ভাষার নিরবতায়
দূর্গা দূর্গা দূর্গা এসো স্বেচ্ছায় এসো আমার শহরে সাক্ষাৎ হবে শারদ সন্ধ্যায়।
এসো একবার এই শহরে,এই দুঃখ বিলাসী নগরে
অবরোধ গড়া অভিমানেই আমার শিল্প বলীয়ান
তব পথপানে চেয়ে শুনি সুদিনের হাহাকার
শূন্য এ রাজপথে তুমিই শ্রেষ্ঠ হাতিয়ার
ঝরা পাতার অমরত্ব এখানে রয়েছে অব্যাহত
রোদন ভরা বসন্ত বহুকাল।
আজও সঙ্গ পেলেই দেখা যায়,ট্রামের ছোট্ট জানলাটায়
ধূলি ধূসরিত গড়ের মাঠ,আর হাওয়াই মিঠাই উড়িয়ে হাওয়ায়,দেখবো পুরনো কলকাতায়,সন্ধ্যে আরতি সন্ধ্যাবেলায়।
কোনো এক আলোর উৎসবে,তুমি আলোরেখা হয়ও আমি হব দেশলাই।
Random Song Lyrics :
- box away from the world - mantits lyrics
- canadian railroad trilogy - george hamilton iv lyrics
- wonderland - yahski 101 lyrics
- one - rick_kill (rus) lyrics
- risk it all - lyle divinsky lyrics
- season - people i love lyrics
- ammo - 4n way lyrics
- kaputt - issatijan lyrics
- i wanna know (arcteryx 2) - surge lyrics
- chaser - the black ace lyrics