
abar era phireche mor man - swaraj ghosh lyrics
Loading...
আবার এরা ঘিরেছে মোর মন।
আবার চোখে নামে আবরণ ॥
আবার এ যে নানা কথাই জমে,
চিত্ত আমার নানা দিকে ভ্রমে,
দাহ আবার বেড়ে ওঠে ক্রমে,
আবার এ যে হারাই শ্রীচরণ ॥
তব নীরব বাণী হৃদয়তলে
ডোবে না যেন লোকের কোলাহলে।
সবার মাঝে আমার সাথে থাকো,
আমায় সদা তোমার মাঝে ঢাকো,
নিয়ত মোর চেতনা-‘পরে রাখো
আলোকে-ভরা উদার ত্রিভুবন ॥
Random Song Lyrics :
- the race - phantom elite lyrics
- todos os dias - mello x druma lyrics
- i'm an american - john d. occhipinti lyrics
- zeit (dreamsession live) acoustic version - ybre lyrics
- call me hovcito - hovcito lyrics
- mannschaft - sk.flow lyrics
- protect ya passwordz - collegehumor lyrics
- you're lost - rosesleeves lyrics
- where have you been? - home bowman lyrics
- пятно (spot) - rozalia & kaguya lyrics