
tomay ghire - tahsan feat. kona lyrics
Loading...
তোমায় ঘিরে যে ভাললাগা
হয়নি বলা ভাষায়,
হাজার ভিড়ের মাঝে খুঁজে পাওয়া
সেই তুমি আজ কোথায়?
তোমাকে নিয়ে সেই স্মৃতিরা
শুধু খুঁজে ফেরে আমাদের,
কি যেন কি ভেবে আছ সুদূরে
এসনা ফিরে- হৃদয়ে ।
সময় জুড়ে শুধু শূন্যতা
নীরবে ছুয়ে থাকে,
ভুলেও আমি ভাবিনি
হারাবো কখনো তোমায় এভাবে ।
তোমাকে নিয়ে স্বপ্নগুলো
আজও খুঁজে ফেরে আমাদের,
কি যেন কি ভুলে হারিয়ে গেলে
এসনা ফিরে- হৃদয়ে ।
মনের আকাশে মেঘের ভেলা
বেদনার বৃষ্টি ঝরে,
এত কাছে ছিলে তবুও
পারিনি কেন তোমায় বুঝাতে?
তোমাকে নিয়ে স্বপ্নগুলো
আজও খুঁজে ফেরে আমাদের,
কি যেন কি ভেবে হারিয়ে গেলে
এসনা ফিরে- হৃদয়ে ।
তোমাকে নিয়ে স্বপ্নগুলো
আজও খুঁজে ফেরে আমাদের,
কি যেন কি ভুলে হারিয়ে গেলে
এসনা ফিরে- হৃদয়ে
Random Song Lyrics :
- interlúdio jorge ben - pineapple stormtv, derxan & big bllakk lyrics
- flowergirl - rallye lyrics
- sun tähden* - melo lyrics
- calypso funkin' - billy ocean lyrics
- hayce lemsi est de retour et ça fait peur ! - hayce lemsi lyrics
- daymare - bobbyxl lyrics
- переоценен (скит) / overrated (skit) - харидас (haridas) lyrics
- shape (extended version) - jenny colquitt lyrics
- che ne sanno i 2000 - panpers lyrics
- di lahat minamahal - arthur miguel lyrics