
chile amar - tahsan & mithila lyrics
Loading...
ছিলে আমার স্বপ্নে তুমি
আজ কেন বহুদূর
অনুভবে ভেসে আসে,
সেই চেনা প্রিয়ও সুর ।
কাছে যেতেও সংশয়,
দূরে থাকতেও লাগে ভয়,
এলোমেলো লাগে সবই ।
অপূর্ণ রয়ে যায় ভালোবাসা
থেকে যায় কিছু কথোপকথন.
অপূর্ণ রয়ে যায় ভালোবাসা
থেকে যায় কিছু কথোপকথন…
রাত্রি গুলো দীর্ঘ হয়
বিষণ্ণ ভাবনাতে,
চাঁদটা যেন লুকিয়ে রয়,
বিবর্ণ জোছনাতে ।
কাছে যেতেও সংশয়,
দূরে থাকতেও লাগে ভয়,
এলোমেলো হয়ে আমি ।
অপূর্ণ রয়ে যায় ভালোবাসা
থেকে যায় কিছু কথোপকথন…
অপূর্ণ রয়ে যায় ভালোবাসা
থেকে যায় কিছু কথোপকথন…
সৃৃতিগুলো মুছে যায়
অচেনা কুয়াশাতে,
সময় যেন জড়াতে চায়
জলহীন বরষাতে ।
কাছে যেতেও সংশয়,
দূরে থাকতেও লাগে ভয়,
এলোমেলো হয়ে আমি ।
অপূর্ণ রয়ে যায় ভালোবাসা
থেকে যায় কিছু কথোপকথন.
অপূর্ণ রয়ে যায় ভালোবাসা
থেকে যায় কিছু কথোপকথন…
Random Song Lyrics :
- dawn of the mask - disjointed lyrics
- gone clear - bugzy malone lyrics
- best kept secrets - spidergawd lyrics
- lie to me - behind blue eyes lyrics
- chosen one - js aka the best lyrics
- give it all - don diablo lyrics
- koudvuur - mertens lyrics
- far from home - gareth emery lyrics
- dont stop - jeremiah dunn lyrics
- kato mitä sä teit - take a look at me now - jippu lyrics