
onuvobe tumi - tahsan & puja lyrics
Loading...
কত রাত হলো, সকাল দেখি না
তোমার হাতে ঐ হাত রাখি না
কত রাত গেল জোছনা মাখি না
এ হৃদয়ে জুড়ে রাখি না
অনুভবে তুমি তবু মিশে যে আছ
এ কী গভীর মায়ায়, তোমারই ছায়ায়
সারাটি জীবন বুঝি কেটে যাবে
তোমারই ছায়ায়, স্মৃতির পাতায়
তুমি আসবে না, জানি আসবে না!
যতই ভাবি ভাসাব হৃদয়
জোছনা মাখা ছবি
তোমারই মাঝে জমে আমি রই
একাকী গভীর রাতে
অনুভবে তুমি তবু মিশে যে আছ
এ কী গভীর মায়ায়, তোমারই ছায়ায়
সারাটি জীবন বুঝি কেটে যাবে
তোমারই ছায়ায়, স্মৃতির পাতায়
তুমি আসবে না, জানি আসবে না!
মনের প্রতিটা ভাঁজে ভাঁজে
আজও তোমার ছবিটা আঁকা
খুব যতনে রাত্রি এ চোখে নামায় বর্ষা
অনুভবে তুমি তবু মিশে যে আছ
এ কী গভীর মায়ায়, তোমারই ছায়ায়
সারাটি জীবন বুঝি কেটে যাবে
তোমারই ছায়ায়, স্মৃতির পাতায়
তুমি আসবে না, জানি আসবে না!
Random Song Lyrics :
- junk - destroy boys lyrics
- bob mugabe took my farm - caanan's banana lyrics
- only one - rob mandle lyrics
- crazy - j.kay lyrics
- weeping willow - ruston kelly lyrics
- dose letal - mace (#bclnessashit) lyrics
- growing love - hi-rez lyrics
- sin equilibrio - diagonal 18 lyrics
- vvs - 404 sensei lyrics
- summer smoke - joe bruce & larry ohh lyrics