
cholona harai - tahsan lyrics
Loading...
কতদিন হয়নি দেখা
কতদিন দূরে থাকা
কতদিন হয়নি দেখা
কতদিন দূরে থাকা
কতটা অভিমান
জমে আছে দুচোখে
কিছু চাই না আজ
আর জীবনে
চলো না হারায় দূরে কোথাও
এক সাথে প্রণয়ে
চলো না বাধি স্বপ্ন আজ
ডুবে যাই এক চাদরে
চলো না হারায় দূরে কোথাও
এক সাথে প্রণয়ে
চলো না বাধি স্বপ্ন আজ
ডুবে যাই এক চাদরে
যে ফাগুন আগুন জ্বালে মনে
নিভে যাবে কি কোন এক
ঝড়েরও কারনে
মেঘের আনা-গোনা হবে কি মনে
যেখানে যাবো না ফিরে জীবনে
কতটা অভিমান
জমে আছে দুচোখে
কিছু চাই না আজ
আর জীবনে
চলো না হারায় দূরে কোথাও
এক সাথে প্রণয়ে
চলো না বাধি স্বপ্ন আজ
ডুবে জাক এক চাদরে
চলো না হারায় দূরে কোথাও
এক সাথে প্রণয়ে
চলো না বাধি স্বপ্ন আজ
ডুবে জাক এক চাদরে
Random Song Lyrics :
- motherfuckers - seb r lyrics
- game's advocate - eddy cube lyrics
- gocce d'acqua - canntona lyrics
- goldness - neuro.b lyrics
- as long as you want - tawo lyrics
- masoquista - jvhn lyrics
- baby засыпает - 7daddyshved lyrics
- #hot16challenge2 - borsuk_yayolabel lyrics
- old crap - jeff rosenstock lyrics
- back on my bullshit (bomb) - twikipedia lyrics