
durotto - tahsan lyrics
Loading...
দূরত্ব আর কতোটুকু বাকি
জীবনের গতিপথে
সত্য আজও করছে ভ্রমণ
আপন কক্ষপথে
সুতো নাড় ছিড়ে চলেছি
আবার আপন অজানায়
মিলবে কোথাও সত্য নাগাল
কোন্ সীমানায়
মিলবে কোথাও সত্য নাগাল
কোন্ সীমানায়
তুচ্ছ কায়া
ক্ষুদ্র সে প্রাণ
তবু আছে আমিত্ব
গর্ব কী আর
খর্ব করে
আপন শ্রেষ্ঠত্ব
দূরত্ব আর কতোটুকু বাকি
জীবনের গতিপথে
সত্য আজও করছে ভ্রমণ
আপন কক্ষপথে
সুতো নাড় ছিড়ে চলেছি
আবার আপন অজানায়
মিলবে কোথাও সত্য নাগাল
কোন্ সীমানায়
মিলবে কোথাও সত্য নাগাল
কোন্ সীমানায়
তুচ্ছ কায়া
ক্ষুদ্র সে প্রাণ
তবু আছে আমিত্ব
গর্ব কী আর
খর্ব করে
আপন শ্রেষ্ঠত্ব
Random Song Lyrics :
- know you too well - weily lyrics
- une histoire de plage - klara kristin lyrics
- crooked halos - dragged under lyrics
- istemem - deli gömleği lyrics
- one last time (aspatria solo) - girls 96 lyrics
- slatt - boy nbn, master c gplat lyrics
- i love being me - sunshine christo lyrics
- figlio - almamegretta lyrics
- drawn to silences - aurora dee raynes lyrics
- 들꽃 (flower) - jeong dongwon (정동원) lyrics