
prem tumi - tahsan lyrics
কেউ বলেছিলো ভালোবাসি
সে ছিলো নীল ছুঁয়ে রোদের হাসি
দিনগুলো ছিলো স্বপ্ন যেমন
স্মৃতিগুলো আজও অবিনাশী।
যতটা পেয়েছি, তার চেয়েও বেশি
গভীরে হৃদয়ে আমার সব তুমিময়
কত স্রোত ভেঙ্গেছি
বাসতে ভালো তোমাকে
আবারও সেই তোমাতেই খুঁজেছি আশ্রয়।।
বদলে হঠাৎ বিষাদে আকাশ
তবু ও দু’চোখেই খুঁজি পিছুটান
তোমাকে নিয়ে হাজারও অভিলাষ
ছুটে যাওয়া তাই ভেঙ্গে অভিমান।
আর কিছুই চাইনি যখন
তোমাকে পেয়েছে এ মন…
যতটা পেয়েছি, তার চেয়েও
বেশি
গভীরে হৃদয়ে আমার, সব তুমিময়
কত স্রোত ভেঙ্গেছি, বাসতে
ভালো তোমাকে
আবারও সেই তোমাতেই খুঁজেছি
আশ্রয়।।
সেই চেনা পথ ধরে আগের মত
তোমাকে চাই আরও একবার
ভালোলাগা সময়গুলো এখনও
লেগে আছে এ দুহাতে আমার।
ভাবনার আকাশ জুড়ে
তোমায় পাওয়া পুরোটা সময়.
যতটা পেয়েছি, তার চেয়েও বেশি
গভীরে হৃদয়ে আমার, সব তুমিময়
কত স্রোত ভেঙ্গেছি, বাসতে
ভালো তোমাকে
আবারও সেই তোমাতেই খুঁজেছি আশ্রয়।।
Random Song Lyrics :
- if i ain't got you (unplugged) - alicia keys lyrics
- cerbero - en?gma lyrics
- チェリーフレーバー - oledickfoggy lyrics
- help - oledickfoggy lyrics
- maria (west side story) - p.j. proby lyrics
- on her mind (feat. pouya) - volumes lyrics
- kurcbart stretch my vagina pt.1 - 21 kubage lyrics
- miss you - monsta x lyrics
- nothing's gonna change that girl - hurray for the riff raff lyrics
- i'll never fall in love again - 이나겸 lyrics