
tumi moy - tahsan lyrics
কেউ বলেছিল, “ভালোবাসি”
সে ছিল নীল ছুঁয়ে রোদের হাসি
দিনগুলো ছিল স্বপ্ন যেমন
স্মৃতিগুলো আজও অবিনাশী
যতটা পেয়েছি, তার চেয়েও বেশী গভীরে-
হৃদয়ে আমার সব তুমিময়।
কত স্রোত ভেঙেছি, বাসতে ভালো তোমাকে
আবারও সেই তোমাতে খুঁজেছি আশ্রয়
বদলে হঠাৎ বিষাদে আকাশ
তবুও ও-চোখেই খুঁজি পিছুটান
তোমাকে নিয়ে হাজারো অভিলাষ
ছুটে যাওয়া তাই ভেঙে অভিমান
আর কিছুই চাইনি- যখন
তোমাকে পেয়েছে এ মন
যতটা পেয়েছি, তার চেয়েও বেশী গভীরে-হৃদয়ে আমার
সব তুমিময়।
কত স্রোত ভেঙেছি, বাসতে ভালো তোমাকে
আবারও সেই তোমাতে খুঁজেছি আশ্রয়
সেই চেনা পথ ধরে আগের মত
তোমাকে চাই আরো একবার
ভালো লাগা সময়গুলো এখনো
লেগে আছে দু’হাতে আমার
ভাবনার আকাশ জুড়ে
তোমায় পাওয়া পুরোটা সময়
যতটা পেয়েছি, তার চেয়েও বেশী গভীরে-হৃদয়ে আমার
সব তুমিময়।
কত স্রোত ভেঙেছি, বাসতে ভালো তোমাকে
আবারও সেই তোমাতে খুঁজেছি আশ্রয়
যতটা পেয়েছি, তার চেয়েও বেশী গভীরে-হৃদয়ে আমার
সব তুমিময়।
কত স্রোত ভেঙেছি, বাসতে ভালো তোমাকে
আবারও সেই তোমাতে খুঁজেছি আশ্রয়
Random Song Lyrics :
- ride or die - math wrld wide lyrics
- mala mia - holics, uglywhiite, jujiskii, eflexx & shyne lyrics
- опять (again) [remix] - delizid lyrics
- nothing to you* - zzz. lyrics
- or we can dance - justinz lyrics
- loud - ugoccié lyrics
- festa de natal - turma da mônica lyrics
- it ain't nothing - soncap lyrics
- so clean - ya coldy lyrics
- love again - lil rubbi lyrics