
valobashar pongtimala - tahsan lyrics
একপা এগুতে গিয়ে ভুলে যাই পথ
অচেনা সময়ের সে পুরনো শপথ । (২ বার)
হঠাৎ এসে তুমি ধরেছিলে হাত
দিয়ে গেলে আমাকে নতুন প্রভাত ।
তবু কেন তোমায় দুঃখ দিলাম
শুখনো আকাশের মেঘ ছড়ালাম ।
দেখ ঐ ভালোবাসা বাড়াল আঙ্গুল
কোন এক কোনে ভাঙাল সেই ভুল ।
চল সব ছুড়ে ফেলে জিবন আঁকি । (২ বার)
বৃথা সব অজুহাত তোমায় ভালোবাসি ।
একাকী ছিলাম যখন এতটাকাল
বুঝিনি আমি ক্লান্ত সকাল বিকাল (২ বার)
চমকে এলে তুমি হাতে নিয়ে ঘুম,
ভেজালে স্বপ্ন আমার বৃষ্টিতে ঝুম ।
এখন জানি আমি প্রেম মানে কি
এ যেন তোমার চোখে সব আকুতি (২ বার)
দেখ ঐ ভালোবাসা বাড়াল আঙ্গুল
কোন এক কোনে ভাঙাল সেই ভুল ।
চল সব ছুড়ে ফেলে জিবন আঁকি । (২ বার)
বৃথা সব অজুহাত তোমায় ভালোবাসি ।
জীবন যেখানে যেমন ইচ্ছে মতো
আমিও স্রোতে ভেসেছি যখন তখন,
ভুলেছি নিজেকে আমি এতোটা সময় ।
বুঝিনি কি যে আছে ভালবাসায়
এতদিনে জেনেছি ভালবাসা কি
এ যেন পরাজয় জয়ের অনুভূতি ।
দেখ ঐ ভালোবাসা বাড়াল আঙ্গুল
কোন এক কোনে ভাঙাল সেই ভুল ।
চল সব ছুড়ে ফেলে জিবন আঁকি । (২ বার)
বৃথা সব অজুহাত তোমায় ভালোবাসি ।
Random Song Lyrics :
- thirsty - lily lane lyrics
- dedication - thiago lyrics
- glass house - jay young lyrics
- high for this - kygo lyrics
- l'un est l'autre - sentin'l lyrics
- b.a.p - j.k [james] lyrics
- lies (juveniles remix) - is tropical lyrics
- skin - boy (pop) lyrics
- wonderboy - el kuelgue lyrics
- amor es locura - fito páez lyrics