
ami sudhu khujechi amay - talpaatar shepai lyrics
কখনো ভোর, কখনো মাঝরাতে
হাইওয়ে থেকে এক চিল ছাতে
কখনো ভোর, কখনো মাঝরাতে
হাইওয়ে থেকে এক চিল ছাতে
প্রতি পাতা থেকে চেনা মলাটে
আমি শুধু শুধু খুঁজেছি আমায়
রাত জাগা কতো কতো যে সকাল
ভেবে চলি সে কি স্বর্গ কি পাতাল
রাত জাগা কতো কতো যে সকাল
ভেবে চলি সে কি স্বর্গ কি পাতাল
অভাবে নাকি স্বভাবে মাতাল
আমি যে বড় খুঁজেছি আমায়
hmm আমি যে বড় খুঁজেছি আমায়
লাগছে বড় তোমাকে ভালো…
সব রঙিন নাকি মনটা রাঙালো..
সূর্যের সাথে রোজ জ্বালো আলো..
ঘুচে যাক যত আঁধার কালো…
লাগছে বড় তোমাকে ভালো…
সব রঙিন নাকি মনটা রাঙালো..
সূর্যের সাথে রোজ জ্বালো আলো..
ঘুচে যাক যত আঁধার কালো…
এই গানটা কি তোমায় ভাবাবে?
শুধু হাসি নাকি চোখ রাঙাবে?
এই গানটা কি তোমায় ভাবাবে?
শুধু হাসি নাকি চোখ রাঙাবে?
আমি বলি যদি পারো…
তুমিও খোঁজো তোমায়
hmm তুমিও খোঁজো তোমায়
hmm তুমিও খোঁজো তোমায়
hmm তুমিও খোঁজো তোমায়…
Random Song Lyrics :
- earl grey - jelani aryeh lyrics
- delisin - gülşen lyrics
- ruas traiçoeiras - adl lyrics
- frank & claire - scandinavian music group lyrics
- rage'n - rapture 4d lyrics
- tudo é nada sem você - novo som lyrics
- bustin' - nbr jay lyrics
- pomeroy - josh maison lyrics
- que será de mi - alejandro fernández lyrics
- dzikość mego serca - dżem (band) lyrics