
boshonto eshe geche - tamal hadiul lyrics
Loading...
বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা
কারা যে ডাকিল পিছে
বসন্ত এসে গেছে ।
থাক তব ভুবনের, ধুলি মাখা চরণে
মাথা নত করে রব
বসন্ত এসে গেছে।
বসন্ত এসে গেছে।
পলাশের নেশা মাখি চলেছি দুজনে
বাসনার রঙ*এ মিশি শ্যামলে*স্বপনে
কুহু কুহু শোনা যায় কোকিলের কুহুতান
বসন্ত এসে গেছে ।
বসন্ত এসে গেছে।
মধুরও অমৃত বাণী
বেলা গেল সহজেই
মরমে উঠিলো বাজি
বসন্ত এসে গেছে।
পূর্নিমা রাতে ওই ছোটাছুটি করে কারা
দখিনা পবনে দোলে
বসন্ত এসে গেছে।
বসন্ত এসে গেছে
বসন্ত এসে গেছে
বসন্ত এসে গেছে
বসন্ত এসে গেছে
Random Song Lyrics :
- taste the rainbow - pop!sugar lyrics
- terror tactics - cavalera conspiracy lyrics
- flex - zeeph lyrics
- lover, come back to me - jeanette macdonald lyrics
- piece of your heart - mayday parade lyrics
- 10 temps - zikxo lyrics
- bein' with my baby - shea fisher lyrics
- alguien - christian meier lyrics
- party of the first part - tammy wynette lyrics
- carbon - fooligans lyrics