
neel - tamal hadiul lyrics
Loading...
তুমি আঁকছ কেন
সেই রঙ্গিন ছবি
কেন দেখছো দূরের ঐ আকাশ।
তুমি হাঁটছো কেন
একা একলা পথে
তবু পথটার একাই বসবাস।
স্বপ্ন দেখার সেই প্রিয় দিন
আজও রঙ্গিন অমলিন আরও নীল
দূরের আকাশ মেলছে ডানা শুভ্র গাঙ্গচিল।
ও ও ওহ..
বৃষ্টির ফোঁটায় আঁকাছি ছবি
সেই ধূসর কবিতার আমি অন্ধ কবি
ভোরের আলোয় কবিতারা সব ছন্দে মাতাল।
Random Song Lyrics :
- alors on danse - strange fruits, dmnds & steve void lyrics
- el blontezon - fuerza regida lyrics
- hey mr. chu~♥ - skyle (kor) lyrics
- paisaje - natalia oreiro lyrics
- cute corpses - bern and the bastards lyrics
- broken skull - bern and the bastards lyrics
- elsa jean - gg squad lyrics
- don't show yourself - my only solution lyrics
- gothcowboy - sagt lyrics
- wake up. - chandler owens lyrics