
megher opare - tandav music lyrics
Loading...
ভাবনা গুলো সব এলোমেলো
ইচ্ছে ছুটতে চায়
অশ্রুজলে ভেজা চোখ দুটো
খুঁজে পেতে চায় তোমায়
বসে আছি আমি
আজ তোমার অপেক্ষায়
ফিরে যাই বারবার
আমি তোমার ঠিকানায়
হেঁটেছি আমি ভেজা মেঠো পথে
নেই তুমি আজ আমার সাথে
শহরের এই ব্যস্ত ভিড়ে
আসবে কি তুমি আবার ফিরে?
ফিরে আসবে কি?
ফিরে আসবে তো?
ফিরে আসবে কি?
ফিরে আসবে তো?
জানিনা
দেখা হবে কি
হতেও পারে
মেঘের ওপারে
ভাবনা গুলো সব এলোমেলো
ইচ্ছে ছুটতে চায়
অশ্রুজলে ভেজা চোখ দুটো
খুঁজে পেতে চায় তোমায়
হেঁটেছি আমি ভেজা মেঠো পথে
নেই তুমি আজ আমার সাথে
শহরের এই ব্যস্ত ভিড়ে
আসবে কি তুমি আবার ফিরে?
ফিরে আসবে কি?
ফিরে আসবে তো?
ফিরে আসবে কি?
ফিরে আসবে তো?
Random Song Lyrics :
- mashallah - dj gimi-o & alketa lyrics
- negative energy - jazicality lyrics
- a town called woodcrest - texican lyrics
- čip - društvo mrtvih pesnikov lyrics
- learn to live - less (tr) lyrics
- the lord's prayer - phil driscoll lyrics
- roxo - catalão x joão pestana lyrics
- albo jest zajebiście albo jest smutno - oki lyrics
- awake - trendz lyrics
- ego check - zoan lyrics