
bheja bheja chokh - tanjib sarowar lyrics
Loading...
তোমার হাসির ঢেউ,
লাগল আমার চোখে।
ভিজলো দু-চোখের পাতা
জানলো না… তো লোকে।
ও… তোমার হাসির ঢেউ,
লাগল আমার চোখে,
ভিজলো দু-চোখের পাতা,
জানলো না… তো লোকে।
ভেজা ভেজা চোখ আমি, রোদ্দুরে শুকাবো,
ভালোবাসি তোমারে, কি করে তা লুকাবো?
ভেজা ভেজা চোখ আমি রোদ্দুরে শুকাবো
ভালোবাসি তোমারে কি করে তা লুকাবো?
তোমার হাসির ঢেউ,
লাগল আমার চোখে।
ভিজলো দু-চোখের পাতা
জানলো না… তো লোকে।
তোমার ভালো হোক,
তুমি সুখে থাকো।
কিছুই চাইনা আমি,
মনে রাখো বা না রাখো। – [ ২ বার ]
আমি একলা ভালোবেসেই যাবো,
পথো চেয়ে হায় শুধু বসেই রবো।
ভেজা ভেজা চোখ আমি রোদ্দুরে শুকাবো,
ভালোবাসি তোমারে কি করে তা লুকাবো।
ভেজা ভেজা চোখ আমি রোদ্দুরে শুকাবো,
ভালোবাসি তোমারে কি করে তা লুকাবো।
ভেজা ভেজা চোখ আমি রোদ্দুরে শুকাবো,
ভালোবাসি তোমারে কি করে তা লুকাবো।
Random Song Lyrics :
- the land before timeland - king gizzard & the lizard wizard lyrics
- black cat - kitchen dwellers lyrics
- lucky day - nicole jung lyrics
- 6leaminth4dvrkk #pulse - sellasouls lyrics
- la voz del presidente - viva suecia lyrics
- thư xuân hải ngoại - lệ thu lyrics
- ur mad !!! - crusey lyrics
- 恋のひとこと (something stupid) - mariya takeuchi & eiichi ohtaki lyrics
- doncha go 'way mad - the jazz passengers lyrics
- forfra - lamin lyrics