
mon priya - tanjib sarowar lyrics
মন খুলে আমার চোখে রাখ চোখ,
মন পাড়ায় তোমার সাথেই দেখা হোক।
আমি মাটি থেকে আসমান মরহুম জীবন তোমায় দিয়ে দিলাম।
মন প্রিয়ারে চল মনের বাড়িতে।
মন প্রিয়ারে জ্বলে বুকের ভেতরে।
মন প্রিয়ারে চল মনের বাড়িতে।
মন প্রিয়ারে জ্বলে বুকের ভেতরে।
কাগজে কলমে লিখি গোপনে,
পাঠাবো হাওয়াতে ভালোবাসা লিখে।
তুমি চুপচাপ আমি চুপচাপ,
থমকে থাকা রাত শুধু গল্প হোক আর সাল্প হোক ভালোবাসা থাক।
আমি মাটি থেকে আসমান মরহুম জীবন তোমায় দিয়ে দিলাম।
মন প্রিয়ারে চল মনের বাড়িতে।
মন প্রিয়ারে জ্বলে বুকের ভেতরে।
মন প্রিয়ারে চল মনের বাড়িতে।
মন প্রিয়ারে জ্বলে বুকের ভেতরে।
তুমি আমি আর কিছু কথা,
সাজিয়ে রেখেছি খুব ভালোবাসা।
মন ছুয়ে-ছুয়ে দেখ, খুজে-খুজে দেখ পাবে আমাকে।
মিস্টি করে বল দুষ্টমির ছলে আমারই হবে।
আমি মাটি থেকে আসমান মরহুম জীবন তোমায় দিয়ে দিলাম।
মন খুলে আমার চোখে রাখ চোখ
মন পাড়ায় তোমার সাথেই দেখা হোক।
আমি মাটি থেকে আসমান মরহুম জীবন তোমায় দিয়ে দিলাম।
মন প্রিয়ারে চল মনের বাড়িতে।
মন প্রিয়ারে জ্বলে বুকের ভেতরে।
মন প্রিয়ারে চল মনের বাড়িতে।
মন প্রিয়ারে জ্বলে বুকের ভেতরে।
মন প্রিয়ারে…
(মন প্রিয়ারে চল মনের বাড়িতে।)
(মন প্রিয়ারে জ্বলে বুকের ভেতরে।)
মন প্রিয়ারে…
(মন প্রিয়ারে চল মনের বাড়িতে।)
(মন প্রিয়ারে জ্বলে বুকের ভেতরে।)
ও মন প্রিয়ারে…
Random Song Lyrics :
- lade di da da - treepside lyrics
- nirvana - skinny wolf lyrics
- wanna chill - iwo monroe lyrics
- 4 a.m. (overthinking) - ocean marino lyrics
- shaon hol - שעון חול - guyguy & eyalo - גיאגיא ואיילו lyrics
- vou botar - mc zak da night lyrics
- hittin lixx - $waggot lyrics
- la haine - headows lyrics
- nirvana - august lyrics
- writer's room - krystal evette lyrics