
prem pobon - tanjib sarowar lyrics
Loading...
যা বুজে দু নয়ন মন গহীনে
যা বলার আছে টা দাও বলে
ঐ সূর্যটার মত যাবো ডুবে
যদি নামে সে আধার নিয়ে দূরে
কান পেতে সুনে যাও এ মন মেঘেলা
বলবে ভালোবাসি নামবে বরষা
ও জান ও পরান তুমি সুখের প্রেম পবন
সেই পবনে ভাসায়ে লয়ে যাও এই মন
ও জান ও পরান তুমি মোর প্রেম পবন
সেই পবনে ভাসাবো তোমার আমার মধুখন
সুন্নতার ভিরে ছিলাম আমি একা
নব প্রেমে ডুবেছে ডানা
অবেলায় আসোনি তবুও মনে রেখে
কারো প্রেমে পরিনি
ও জান ও পরান তুমি সুখের প্রেম পবন
সেই পবনে ভাসায়ে লয়ে যাও এই মন
ও জান ও পরান তুমি মোর প্রেম পবন
সেই পবনে ভাসাবো তোমার আমার মধুখন
বুঝিনি বোঝার ছিলো এতটা ভুল
যার মাসুলে হয়েছি হরণ
মন ও মন বড় সাদা তার মাঝে একজনা
কারো প্রেমে পরিনা
ও জান ও পরান তুমি সুখের প্রেম পবন
সেই পবনে ভাসায়ে লয়ে যাও এই মন
ও জান ও পরান তুমি মোর প্রেম পবন
সেই পবনে ভাসাবো তোমার আমার মধুখন
Random Song Lyrics :
- rsv - inigo sane lyrics
- run (interlude) - noir will kill you tonight lyrics
- we are zombies - brysi lyrics
- in mezzo al mondo - biagio antonacci lyrics
- beja ma nishma - בז'ה מה נשמע - mish bejerano - מיש בז'רנו lyrics
- i kveld - kjartan lauritzen lyrics
- i no longer fear the headless - the loud family lyrics
- vagabundo iluminado - tagore lyrics
- shit - (sandy) alex g lyrics
- dig a bit deeper - afore mentioned lyrics