
avijog - tanveer evan & benazir lyrics
আমার সকল অভিযোগে তুমি
তোমার মিষ্টি হাসিটা কি আমি?
আমার না বলা কথার ভাজে
তোমার গানের কত সুর ভাসে!
তোমায় নিয়ে আমার লেখা গানে
অযথা কত স্বপ্ন বোনা আছে!
আমার হাতের আঙুলের ভাজে
তোমাকে নিয়ে কত কাব্য রটে!
ভুলিনি তো আমি
তোমার মুখে হাসি!
আমার গাওয়া গানে তোমাকে ভালোবাসি।
আসো আবারো কাছে
হাতটা ধরে পাশে
তোমায় নিয়ে যাব আমার পৃথিবীতে!
হে.. হে.. এ.. এই পৃথিবীতে এ.. এ..
তোমার পথে পা মিলিয়ে চলা
তোমার হাতটি ধরে বসে থাকা
আমার আকাশে তোমার নামটি লেখা
সাদার আকাশে কালো-আবছা বোনা!
তোমায় নিয়ে আমার লেখা গানে
অযথা কত স্বপ্ন বোনা আছে!
আমার হাতের আঙুলের ভাজে
তোমাকে নিয়ে কত কাব্য রটে।
ভুলিনিতো আমি
তোমার মুখে হাসি
আমার গাওয়া গানে তোমাকে ভালোবাসি!
আসো আবারো কাছে
হাতটা ধরে পাশে
তোমায় নিয়ে যাব আমার পৃথিবীতে..!
হে.. হে.. এ.. এই পৃথিবীতে এ.. এ..
ভুলিনিতো আমি
তোমার মুখে হাসি
আমার গাওয়া গানে
তোমাকে ভালোবাসি।
আসি তোমার কাছে
হাতটা ধরে পাশে
আমায় নিয়ে চলো তোমার পৃথিবীতে।
Random Song Lyrics :
- don’t know me - lil free lyrics
- твои фото (your photos) - demka & просто момент (just a moment) lyrics
- tanto faz - rudies flacko lyrics
- zazazaza - choringangan lyrics
- only the strong survive - pe$o pete lyrics
- revival - 315wash lyrics
- only october [explicit] - matthew hall lyrics
- bones - deyaz lyrics
- down to earth* - san pacho lyrics
- diabla - stradanie lyrics