
kono ek raate - tasbir wolvez & shibu lyrics
[chorus]
কোনো এক রাতে কুয়াশার মতো ভিজে যাবে একই সাথে
চাদরের ভাজে লিখে দিবো এ গান তোমারই নামে
[verse 1]
না, থাকবে না কোনো পিছুটান, কোনো অভিমান
শুধু শুনে দেখো কী বলে আমার মনটা
তোমাকে আর যেতে দেবো না বসিয়ে দাগ
মনে রাখানো আমার অভ্যাস
যদি ভুল হয় করে দিও মাফ
[pre*chorus]
অযথা সময় হেরে চলে এসে কী হবে?
যদি শুধু আসতে আগে তাহলে হয়তো
[chorus]
কোনো এক রাতে কুয়াশার মতো ভিজে যাবে একই সাথে
চাদরের ভাজে লিখে দিবো এ গান তোমারই নামে
ঈশ্বর জানে, আসমান সাক্ষী এ সময়ের সাথে
শুন্যের মাঝে মিশে যাই, মিশে যাই এ স্নেহের কাছে
[verse 2]
কোমরে হাত রেখে চোখে চোখে ইশারা দিই
সে কী দেখে, কী জানে?
অন্ধকারে দিশেহারা হয়ে ঘুরি, পুড়ি
আড়চোখে সবই দেখি, বাহানাগুলো ফেলে রাখি
এ রাত তোমায়
[pre*chorus]
অযথা সময় হেরে চলে এসে কী হবে?
যদি শুধু আসতে আগে
[chorus]
কোনো এক রাতে কুয়াশার মতো ভিজে যাবে একই সাথে
চাদরের ভাজে লিখে দিবো এ গান তোমারই নামে
ঈশ্বর জানে, আসমান সাক্ষী এ সময়ের সাথে
শুন্যের মাঝে মিশে যাই, মিশে যাই এ স্নেহের কাছে
কোনো এক রাতে কুয়াশার মতো ভিজে যাবে একই সাথে
চাদরের ভাজে লিখে দিবো এ গান তোমারই নামে
ঈশ্বর জানে, আসমান সাক্ষী এ সময়ের সাথে
শুন্যের মাঝে মিশে যাই, মিশে যাই এ স্নেহের কাছে
[outro]
(অযথা, কোথায়? সময় হেরে)
(চলে এসে কী হবে?) চলে এসে কী হবে?
(যদি শুধু আসতে আগে) যদি শুধু আসতে আগে
অযথা সময় হেরে চলে এসে কী হবে?
যদি শুধু আসতে আগে
Random Song Lyrics :
- lacoste - ketama126 lyrics
- back to school - kasland lyrics
- identity - trabo lyrics
- scheißindiedisko (adonis maximus) - kraftklub lyrics
- when the lights came - troy ramey lyrics
- 4 bags - mulani mon£y lyrics
- feels so good - tristan garner radio mix - armin van buuren lyrics
- seasons (remix from onward) - hawkwind lyrics
- astronaut - jahmica lyrics
- yg tid - yoguttene lyrics