
akashi - the attempted band lyrics
প্রিয় আকাশী,
গতকাল ঠিক দুপুরে তোমার চিঠি পেয়েছি
ঠিকানা লেখনি,
ঠিকানা পেলে কোথায় তা লেখনি
ঠিকানা পেলে কোথায় লেখনি
আকাশী ও আকাশী
সুদীর্ঘ প্রবাসের অর্ধেকটা কাটিয়েছি
বোহেমিয়ানদের মত ঘুরে ঘুরে
মাদ্রিদ থেকে হামবুর্গ; নিউক্যাসল্ নেপোলি থেকে প্রাগ বুখারেষ্ট মেসিডোনিয়া;
আকাশী ও আকাশী
আমার আকাশী
ফ্রান্কফুটের বইমেলায়
নতুন বইয়ের গন্ধে মনে পড়েছে তোমায়
ফ্লোরেন্সে সিসটাইন চ্যাপেলের- মিকেলাঞ্জেলোর
মহান সৃষ্টির -‘পিয়েতা’র সামনে দাঁড়িয়ে
তোমাকে মনে পড়েছে
এথেন্সের কফিশপের (প্রিয় আকাশী) জমজমাট
কবিতা পাঠের আসরে,
ভিয়েনার তারাজ্বলা রাত্রির
আকাশের দিকে তাকিয়ে মনে পড়েছে
তোমার প্রিয় কবিতা-
under the wide and starry sky
dig my grave and let me lie
glad did i live and gladly die
and i laid me down with a will
আকাশী, প্রিয় আকাশী
“তুমি ভালো থেকো, প্রিয় আকাশী— the attempted band
প্যারিসের কনসার্টে যতবার মোৎসার্ট কিংবা বিতোভেন শুনেছি
ততবারই কেন যেন চিরদুখী পাগল
ভ্যানগগকে মনে পড়েছে
তোমার প্রিয় গায়ক জিম মরিসনের শেষ দিনগুলো কেটেছে
এই প্যারিসে, ও প্যারিসে
প্রিয় আকাশী
বাইজেনটাইন সম্রাজ্ঞীর মত তোমাকে ঘিরে থাক
পৃথিবীর সমস্ত সুখ
তুমি অনিন্দ্য সুন্দরী হয়ে ওঠো, সুন্দর হোক আর
তুমি ভালো থেকো
ভালো থেকো
আকাশী, প্রিয় আকাশী
আকাশী, প্রিয় আকাশী
তুমি ভালো থেকো, প্রিয় আকাশী
Random Song Lyrics :
- top model - comix (french band) lyrics
- crying in the club - lil woodryc lyrics
- астронавт (astronaut) - wovaah lyrics
- only girl (cover) - katy perry lyrics
- narin - ahmed mustafayev lyrics
- sls - флага (flaga) lyrics
- bro sistema iv - mda & elgroben lyrics
- blend - joshiguess lyrics
- the progression of decomposition - dasha (band) lyrics
- close your eyes - last fortune lyrics