
cha baganer gaan - the folk diaryz lyrics
Loading...
একটি কলির দুইটি পাত, তাহি তো, পেটের ভাত
পাহি পাহি পাতা তরি, তকরি ভরাই
হায়রে, হায়রে হায়, হায়রে হায়রে হায়রে হায়
এ সখি জিয়ে কি উপায় …
দু টাকার বাজার করি, বাকি আনি লাউ পানি
সারাদিন পাতা তরি হপ্তা হিসাব পাই
হায়রে, হায়রে হায়, হায়রে হায়রে হায়রে হায়
এ সখি জিয়ে কি উপায় …
বাবু ভাই এর ছানা পোনা ইস্কুল পরে যায় রে
মজুর ছানা পোকা বিচে যায়
হায়রে, হায়রে হায়, হায়রে হায়রে হায়রে হায়
এ সখি জিয়ে কি উপায় …
হরিয়ালি চায় কে বাগানে, গাছে ধরে সোনা রুপা হে …
Random Song Lyrics :
- only in my dreams - techno westerns lyrics
- cider - kriminal lyrics
- annie oakley vs bass reeves - discord rap battles lyrics
- love is tough - circle of friends lyrics
- unspoken - stephen becker lyrics
- pride one - zeppet store lyrics
- lost an earpie - dabbackwood lyrics
- be a girl - up up girls (kakko kari) lyrics
- cornflakes - habanero silver lyrics
- rock me - kirk (bel) lyrics