lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

dusan - the-lip-sings lyrics

Loading...

দূষন
দিলীপ কুমার প্রামানিক

নদীতে কালো জল বয়ে যায়
মেরুতে বরফ গলে যায়
ধূমেতে বাতাসের পরাজয়
গাছেরা মাটিতে বিষ খায় । (2)

এ দূষন কি ভীষণ
ডেকে আনছে সে ক্ষণ (2)
যে ক্ষণে ***************
তোমার বিনাশ তোমায় করে আলিঙ্গন । (2)

প্লাস্টিকের স্তূপ জমে যায়
হাঁটা পথ যেতে মিছে তেল ব্যয়
দেখো খোলা ট্যাপে জল অপচয়
লোকেরা খুশিতে শিষ্ দেয় ।(2)

এ দূষন কি ভীষণ
ডেকে আনছে সে ক্ষণ (2)
যে ক্ষণে ***************
তোমার বিনাশ তোমায় করে আলিঙ্গন । (2)

পাড়াতে বাজনা টেকা দায়
অর্থ বলে ন্যায় অসহায়
ক্রমে বেড়ে যায় নৈতিক ক্ষয়
ভালো আজ খারাপে মিশ্ খায় । (2)
এ দূষন কি ভীষণ
ডেকে আনছে সে ক্ষণ (2)
যে ক্ষণে ***************
তোমার বিনাশ তোমায় করে আলিঙ্গন ।
বিনাশ তোমার তোমায় করে আলিঙ্গন ।
তোমায় তোমার বিনাশ করে আলিঙ্গন ।
তোমার বিনাশ তোমায় করে আলিঙ্গন ।

Random Song Lyrics :

Popular

Loading...