rajkahini - the orbits (indian band) lyrics
[opening poem verse: swarnadeep naskar]
জীবননদীর অন্তিম পারে রাজার খেয়া ভাসে
রক্তে ধোয়া শ্মশানঘাটে চিত্রগুপ্ত উঠে আসে
“রাজা, চিতার আগুন গ্রাস করেছে তোমার অহংকার
বিপ্লব*বাণে ছারখার তোমার দম্ভ*অলঙ্কার”
[verse 1: swarnadeep naskar, loy mitra]
হে চিত্রগুপ্ত
দিলাম ছেড়ে আজ আমি এ পৃথিবীর মায়া
চোখের সামনে ভাসে শুধু নরকের ছায়া
জীবনকালে সূর্য ছিলাম, ধাঁধিয়ে যেত চোখ
কেন আজ মনে শুধু মুকুট হারানোর শোক?
পদধূলি সম যারা, চিরকালের ক্রীতদাস
ছিঁড়ে দিলো তারাই আমার হাতের লোহার রাশ
প্রশ্ন করি তোমায়, কেন আমি আজ মৃত?
রাজমুকুট পিষে দিয়েছে জনগণের জুতো
[chorus 1: swarnadeep naskar, loy mitra]
মরুভূমির রাজ্যে ঝরলো রক্তবর্ষণ
ক্ষোভের মোহে দিলো রাজার স্বপ্ন বিসর্জন
দেখো ভাগ্যের নির্মম পরিহাস
স্বঘোষিত রাজা আজ শুধু ইতিহাস
কোথায় হারালি রসরাজ, রাজক এর সাজ
মুকুট দীপ্তি মলিন আজ, কেঁপে পড়ছে বাজ
আঁকড়ে যখের ধন কি বা হবে সুর বুনে
সব শেষে নৌকাই ডোবে জনস্রোত*বুকে
[verse 2: loy mitra, swarnadeep naskar]
তামার প্রাসাদ, কাঁচের দেওয়াল, ঢাকলো লালমাটি
ছিনিয়ে নিলো আমার হাতের সোনা*রুপোর কাঠি
সোনালী সিঁড়ি ধুয়ে গেলো কাঁচা রক্তধারায়
প্রাসাদ আমার কেঁপে উঠলো মৃত্যঘন্টায়
দম্ভের বাঁধ ভাঙে জয়ের ঢেউ চঞ্চল
মুক্ত কণ্ঠে গর্জে উঠলো মানুষের কোলাহল
[chorus 2: loy mitra, swarnadeep naskar]
মরুভূমির রাজ্যে ঝরলো রক্তবর্ষণ
ক্ষোভের মোহে দিলো রাজার স্বপ্ন বিসর্জন
দেখো ভাগ্যের নির্মম পরিহাস
স্বঘোষিত রাজা আজ শুধু ইতিহাস
কোথায় হারালি রসরাজ, রাজক এর সাজ
মুকুট দীপ্তি মলিন আজ, কেঁপে পড়ছে বাজ
আঁকড়ে যখের ধন কি বা হবে সুর বুনে
সব শেষে নৌকাই ডোবে জনস্রোত*বুকে
[ending couplet: swarnadeep naskar]
চিত্রগুপ্ত হাসে, “রাজা, রক্তের দামে কেনা সম্ভার
খুইয়েছো, বলো দেখি, পৃথিবীতে কে কাহার?”
Random Song Lyrics :
- beton - mile kekin lyrics
- ihan sama - käärijä lyrics
- fehu on my wrist - vxnomthemenace lyrics
- dance me to the end of love - andrea lindsay lyrics
- novый (intro) - v $ x v prince lyrics
- por3cl3 fr33styl3 - traian (xraian) lyrics
- mienteme otra vez - bayron fire, darkiel, agus padilla, bayriton & gino mella lyrics
- дерево (tree) - tanaker lyrics
- mad.com (sped up) - edward skeletrix lyrics
- nỗi lòng người đi - sĩ phú (vnm) lyrics