
onno aloy - the tree [bd] lyrics
Loading...
যদি কখনো দেখ
আমি পাশে নেই
তোমাকে ঘিরে আগের মত
ফিরে যাও যদি
অতীত স্মৃতিতে
তুমি রাত নিঝুম একা
খুঁজবে ওই দিগন্তের
ডুবে যাওয়া মৃদু আলোয়
অথবা নিভৃতে
তোমার বন্ধ চোখে
হারিয়েছি আমি
অন্য আলোয় তোমার আড়ালে
কত স্বপ্ন ছিল
এই চেনা শহরে
বেঁচে থাকার উৎসাহে
ভেবনা সেই দিন গুলো আর
জীবন এমনই হয়
মুছে ফেল সব স্মৃতির মায়া
ওই চেনা রাস্তায় আর
ধরবেনা আমার হাত
বৃষ্টি ভেজা শরীর আর দেখবেনা
আমার প্রার্থনায়
তুমি থাকবে চিরকাল
তুমি আর কেঁদনা আমার এপিটাফে
হারিয়েছি আমি
অন্য আলোয় তোমার আড়ালে
Random Song Lyrics :
- chemtrails (ft. berni) - mikkalsen lyrics
- khaliwni | خليوني - l7or الحر lyrics
- green - harmony breaks lyrics
- love at first sight (live at the sse hydro) - kylie minogue lyrics
- sanal alem delikanlıları - sagopa kajmer lyrics
- i am defiant - the seige lyrics
- best fans - czar lyrics
- you - kais ☥ lyrics
- dream again - miracle of sound lyrics
- tight grip - aslan faction lyrics