
ek mone - theory of disgust lyrics
Loading...
ঘুমিয়ে পরা রাতে
তারাগুলো একা একা
গান করে
সেই ভাষা বোঝে না কেউ
সেই গান শোনে না কেউ
চোখ বুজে
মাটি চাপা পরা
অবশ দেহগুলো
তোমারি দিকে
চেয়ে থাকে
এক মনে
ধোঁয়াশায় মাখা রাতে
কিছু দেহ ঢাকা থাকে
চারপাশে
তার কথা শোনে না কেউ
সেই দেহ দেখে না কেউ
চোখ খুলে
মাটি চাপা পরা
হয়তো তার দুচোখ
তোমারি দিকে
চেয়ে থাকে
এক মনে
তোমার দেহ অসার হলো
কল্পনা স্বপ্নের আল্পনা
সব ব্যর্থ হলো
ঘুমিয়ে পরা রাতে
তারাগুলো একা একা
গান করে
সেই ভাষা বোঝে না কেউ
সেই গান শোনে না কেউ
চোখ বুজে
মাটি চাপা পরা
অবশ দেহগুলো
তোমারি দিকে
চেয়ে থাকে
এক মনে
ধোঁয়াশায় মাখা রাতে
তারাগুলো একি সাথে
গান গায়
সেই গানে আর্তনাদ
চোখে দেখা অপরাধ
মুক্তি পায়
মাটি চাপা পরা
আরো এক অসার দেহ
আমারি দিকে
চেয়ে থাকে
অসহায়
Random Song Lyrics :
- need another - tayler buono lyrics
- carta (a poste restante) - jaime roos lyrics
- road rage - piercetheskies lyrics
- delsard - mohammad masir lyrics
- el dorado - zach bryan lyrics
- track 5 - catslash lyrics
- the wave - mélat lyrics
- under pressure - kamas & renn lyrics
- wojny gwiezdne - kryzys lyrics
- melissa - cyria lyrics