
ashes - tj evans lyrics
Loading...
সে আমারে আমার হতে দেয় না
সে আমারে আমার হতে দেয় না
কার কপালের কার কপালের টিপ কার হয়ে যায়
চলে গিয়ে ভুল করেছে
ভুল করে সে ফুল হয়ে যায়
ভুল করে সে ফুল হয়ে যায়
সে আমারে আমার হতে দেয় না
সে আমারে আমার হতে দেয় না
কোন সে ভারে নুইয়ে পরে
কুয়া তলে নৌকা দোলে
সে আমারে আমার হতে দেয় না
সে আমারে আমার হতে দেয় না
কোন সে রাতে আঁচল নাচে
শীতের রাতে পিঠা উড়ে
সে আমারে আমার হতে দেয় না
সে আমারে আমার হতে দেয় না
কার কপালের টিপ কার কপালের টিপ কার হ্য়ে যায়
চলে গিয়ে ভুল করেছে
ভুল করে সে ফুল হয়ে যায়
ভুল করে সে ফুল হয়ে যায়
সে আমারে আমার হতে দেয় না
সে আমারে আমার হতে দেয় না
সে আমারে আমার হতে দেয় না
সে আমারে আমার হতে দেয় না
সে আমারে আমার হতে দেয় না
সে আমারে আমার হতে দেয় না
(end)
Random Song Lyrics :
- sol - hockitay lyrics
- online (hab' ich ein haus) - phrasenmäher lyrics
- twist and shout - the who lyrics
- where does it begin? - pilot speed lyrics
- jasmine - carneyval, armani white, jackson breit lyrics
- a bone to pick (skeleton rap) - dan bull lyrics
- why should i waste time - detroit l-o lyrics
- déjame vivir - el hombre gancho lyrics
- eerie eden - indica lyrics
- achtundneunzig - cooli lyrics