
jabe ki chole (duet) - topu & anila lyrics
Loading...
মনে রেখেছি, ভেবোনা ভুলে গিয়েছি
স্মৃতি ধরে রেখেছি, খুব যতনে।
তবু বুঝিনি, ভুলেও ভাবিনি
এখানে এখনি, দেখা আবার তোমার আমার।
ভুলগুলো সব আমার, মেনে যদি বলি আবার
তবু তুমি, যাবে কি চলে?
মুখ শান্ত মন হাহাকার, রাগ দুঃখ আজ একাকার
শুধু চাই, যেওনা চলে।
শেষ দেখাতে, তুমি যেখানে
ছেড়ে গেছো আমাকে, আজও সেখানে।
ভালোবাসাতে তুমি যেভাবে, চেয়েছো আমাকে
রবো সেভাবে, যদি বলি…
ভুলগুলো সব আমার, মেনে যদি বলি আবার
তবু তুমি, যাবে কি চলে?
মুখ শান্ত মন হাহাকার
রাগ দুঃখ আজ একাকার
শুধু চাই, যেওনা চলে।
দুয়ারে দুয়ারে, খুঁজেছি তোমাকে
হারিয়ে বুঝেছি, কে তুমি?
দেখা হলে পরে, যত কথা মনে
বলবো যেওনা এখনি।
ভুলগুলো সব আমার, মেনে যদি বলি আবার
তবু তুমি, যাবে কি চলে ?
মুখ শান্ত মন হাহাকার, রাগ দুঃখ আজ একাকার
শুধু চাই, যেওনা চলে।
Random Song Lyrics :
- prate mindre (drikke mer) - lars kolberg lyrics
- ever after - lark remy lyrics
- i'll never forget you - reece wiltshire-fessey lyrics
- war face (ask fi war remix) - bounty killer lyrics
- a million kisses - romance on a rocketship lyrics
- toda - תודה - segev - שגב lyrics
- where ya at? - the colony lyrics
- memories of happier days, free verse poem - detox lyrics
- b.l.a.z.e. - casey lee lyrics
- dis dih (want this) - wes nyle lyrics