
alada - topu lyrics
আমি তো নই দেখতে
যেমনি হই চুপচাপ
সাদা কালো সাদা সিধা
তোমাকে তাই আজকে
বোঝাতে চাই আমি
ওদের মতো না
যেই বলে হুংকারে নীতিবান আমি
কাছ থেকে তাকে দেখে
ভেবো নিজেকে দামি
সেই বলে প্রচারটা চাই না আমি
তবে কিছু লোক যদি চেনে
তবে ক্ষতি কি
আমি তো নই দেখতে
সাদা কালো সাদাসিধা
যেই ভালবেসে আজ জড়িয়ে ধরে
সেই ভালো বুঝে তোমার
ক্ষতিটি ভাবে
তার থেকে তুমি কিছু এগুলে
মুখোরিত সে তোমার অপপ্রচারে
আমি তো নই দেখতে
যেমনি হই চুপচাপ
সাদা কালো সাদাসিধা
তোমাকে তাই আজকে
বোঝাতে চাই আমি
ওদের মতো না
যেই বলে সব নাকি
বদলে দেবে
নিজেকে বদলাতে সে ভুলে গিয়েছে
ছুড়বে সে ফাকা বুলি
উচু গলাতে
মুখোশের ফাকে চেহারা টা
দেখিয়ে দেবে
আমি তো নই দেখতে
যেমনি হই চুপচাপ
সাদা কালো সাদাসিধা
তোমাকে তাই আজকে
বোঝাতে চাই আমি
ওদের মতো না
আমি তো নই দেখতে
যেমনি হই চুপচাপ
সাদাকালো সাদাসিধা
তোমাকে তাই আজকে
বোঝাতে চাই আমি
ওদের মতো না
Random Song Lyrics :
- ...who you are - joão leonardo lyrics
- machete - zed kenzo lyrics
- bubble - loopey & nodda lyrics
- blister soul (live at the axiom) - vigilantes of love lyrics
- pedro pedreiro (versão em italiano) - chico buarque lyrics
- old macdonald had a farm - the three stooges lyrics
- sonnez les cloches - charles aznavour lyrics
- you gave me a reason - saturday looks good to me lyrics
- hopelessly devoted - jimi ono lyrics
- no sucka mc's - igor cj lyrics