
bhalobashii - topu lyrics
এত ভেবে কি হবে
ভেবে কে করেছে কি কবে
ভাবছি না আজ, যা হবে হবার
এত দিন পারি নি
জানো তো আমি এমনি
বলতে চাই আজ, এখনই বলে দিই
ভালবাসি, ভালবাসি
ভালবাসি, ভালবাসি
চুপ করে থেকো না
কিছু তো বল, হ্যাঁ অথবা না
হ্যাঁ যদি হয় হবে, না যদি হয় তবে
কিছু বলো না
তুমি ভেবো না, ভাঙবে না বন্ধুত্বটা
হ্যাঁ যদি হয় হবে, না যদি হয় তবে
কিছু বলো না
ভালবাসি (তোমাকে), ভালবাসি (বলে)
ভালবাসি (তোমাকে), ভালবাসি
ভালবাসি (তোমাকে), ভালবাসি (বলে)
ভালবাসি (তোমাকে), ভালবাসি
এত ভেবে কি হবে
ভেবে কে করেছে কি কবে
ভাবছি না আর, যা হবে হবার
এত দিন পারি নি
জানো তো আমি এমনি
বলতে চাই আজ, এখনি বলে দিই
ভালবাসি (এটুকু শুধু বলার)
ভালবাসি (তুমি শুনে নাও না)
ভালবাসি (ফিরিয়ে দিও না)
ভালবাসি
ভালবাসি (এটুকু শুধু বলার)
ভালবাসি (তুমি শুনে নাও না)
ভালবাসি (ফিরিয়ে দিও না)
ভালবাসি
ভালবাসি (এটুকু শুধু বলার)
ভালবাসি (তুমি শুনে নাও না)
ভালবাসি (ফিরিয়ে দিও না)
ভালবাসি (ও-ও-ও-ওহ)
ভালবাসি (এটুকু শুধু বলার)
ভালবাসি (তুমি শুনে নাও না)
ভালবাসি (ফিরিয়ে দিও না)
ভালবাসি
Random Song Lyrics :
- 두 사람 (two of us) - kim sejeong (김세정) lyrics
- veel elan - rom [est] lyrics
- i'm getting older - damien mcfly lyrics
- blown away - akasia sandler lyrics
- bloody samaritan (remake) - the mayestic vibez lyrics
- burns - cubeart lyrics
- white walker ( feat. celebii ) - byr0n lyrics
- joyride - havana 3 a.m. lyrics
- the lights around the christmas tree - not stephanie lyrics
- всё-таки нет (still no) - avelly & soda luv lyrics