kare ki koi - trp squad lyrics
[intro]
2024* trp squad
কারে কি কই?
zeimbai on the beat
[verse* bright]
হ আমার ব্রেইন ফ্রিজ, হো আমার আঙ্গুলে জাদু
পারলে থ্রেট দিস, পারবিনা ঠেকাইতে দাদু।
কোমরে হাত দিস , দেখামু শয়তানি জাদু
দিয়া দিমু এক পিস, এলাকা শব্দতে কাবু।
আমার কাজ কারবার খারাপি
(হ হ) ভালার লগে ভালা আর খারাপ হইলে থেরাপি।
তোর মাথায় জিলাপি বন কান এ ছাড়াইয়া
চুপ আছি ভায়া খারাইয়া *দ্বীপধাপ দিবু ঘাড়াইয়া
কথার সংকট* শব্দের মারামরি
কেউ ২ লাইনে হুংকার করো ৬ তালা বাড়ি।
আমার চাপা*দা বাড়ি তোর লোড এর বাইরে
আমরা খেপলে আর কেউ ভায়া ঠেকানোর নাইরে।
ঠিকানা যেইটাই হোক ১২১৬ হইব জয়।
উৎপাত টা কম কর কিরে লাগে না ভয়?
চিপা চাপা অলিগলি তোর সীমানায় তোর বলি
কথা কম হাত এ নলি মুখে ফ্রেশ একটা কলি।
[verse* zi]
জান খুইলা বাণ দিয়া , টান দিসিহ চাঁনপুরে
গান দিয়া জানান দিসিহ তোগো শুটার গান্ডুরে
শুট করসি বার্স ট্রিগার লইয়া আঙ্গুলে
জঙ্গলে শিকারিগো শিকার আমার লংগোলে~
আমার জীবন ১৯৬৯
ভালবাসা বিলামু কে আমার শত্রু
এহন জীবন যুদ্ধ বানাই কলম অস্ত্র
এডি শুদ্ধো বাংলা গিলা খামু আস্তো
বেটা খবরদার নগদ জগত ছাড়
না গুতা*গুতি কোইরা হারা জনম পার
এই নগর কার জাগো বার্স ভার
আমগো সিন দেইখা সিন এহন জ্বইলা*পুইরা ছারখার
ক* জামু তো জামু ভায়া কোনখানে
চালায় অর্ধেকে ভালো আমার অর্ধেকে শয়তানে
বিচার হইবো শোই ওপেন এ ময়দানে
বাংলা র্যাপ জয় গান জয় করসি জয়টানে
[chorus]
আমরা কারে কি কই
আমি কারে কি, কারে কি, কারে কি কই
আমরা কারে কি কই, (কারে কি* কারে কি)
কারে দূরে রাইখা কারে কাছে টাইনা লই
আমি কারে কি কই
আমি কারে কি, কারে কি, কারে কি কই
আমরা করে কি কই, (কারে কি* কারে কি)
কারে দূরে রাইখা কারে কাছে টাইনা লই
[verse* haqrif]
এইডা ভাড়ি ভার্স চলে যেইটা লিখি ওইডাই করি
যবানে পরিশুদ্ধ বাংলা দেশের বাংলা বুলি
আয় বাজান বহ* তোর মগজ টারে খুলি
ঝাঝরা মাল দেখসোস খালি দেখ এইবার কলি
ভান্ডারি র্যাপার যা আছে সবটিরে দিমু বলি
তেলমালিশে পা চাটা জুতার তোলে রাইখা চলি
ভবা পাগলার সাধনা মজলিশে বইয়া টান হো*
শাড়ি তে সাজায়া উপরে নিচে দিমু বাণ
আমার জন্ম ভ্রান্তে
আইছি ঠিকানা জানতে
যাইতে হইবো একা
তাই মন ভীষণ কান্দে~
ওগো লোটখোর পাচানি মামলায় পরিস না ফাঁন্দে
সবডি লিরিক্যালি বম, এলা খিচ্চা টান দে*
মঙ্গলবারে চাই মঙ্গল, শনিবারে চাই না শনি…
উচ্চতর চিন্তা ভাবনা অগ্নি শিক্ষা আমার ধনী।
আমগো ভারি বার্স চলে আর তোগো স্বস্তা মুখের বলি বাবু সাইজা পার্ট লো আবে রংপুইরা কুলি (ফাট)
[verse* deadsta]
মাথায় খোদা আর* কান্ধে আমার শয়তানে
আমরা বাংলা র্যাপ জয় করছি, জয় টানে
ভোগাস লিয়া বোয়া চিল্লাস খালি ময়দান এ
ওগো, ওউকাদে নাই zeim *ভোর বামে
দিসি দিল খুইলা, কইছি ভাই লুইটা নেন
তাইলে খুইটা খায়া, আমার লগে পল্টি কেন?
যাইবো না বেশিদিন, বিষধর পাইটু গ্যাং
রাইখা বিষ মোনে দিতে আহোস সুল্লি জ্ঞান
আমার মহল্লার ভারি মিলিটারির স্কোয়াড হিট
এইডা কমব্যাক ২৪ এ, ১০০/১০০ lit
মাইরা পিক*আপ গাড়ি গ্যাপ এ কইরা ক্রস লিমিট
বানাই বাংলা গান, বানাই বাংলা গীত
সম্পর্কে নানা, আমি খাঁটে তোর নানিরে লই
চুদির ভাই, উড়িস না, উপরে নামতে পাবি না মই
আসোস ফার্স্ট চ্যাপ্টারে আমরা শেষ করসি বই
খবর লুইস কোন*হানতে , শেষ করসি কই
[chorus]
আমরা কারে কি কই
আমি কারে কি, কারে কি, কারে কি কই
আমরা কারে কি কই, (কারে কি* কারে কি)
কারে দূরে রাইখা কারে কাছে টাইনা লই
আমি কারে কি কই
আমি কারে কি, কারে কি, কারে কি কই
আমরা কারে কি কই, (কারে কি* কারে কি)
কারে দূরে রাইখা কারে কাছে টাইনা লই
[outro]
আমরা কারে কি কই
আমি কারে কি, কারে কি, কারে কি কই
আমরা কারে কি কই, (কারে কি* কারে কি)
কারে দূরে রাইখা কারে কাছে টাইনা লই
আমি কারে কি কই
আমি কারে কি, কারে কি, কারে কি কই
আমরা কারে কি কই, (কারে কি* কারে কি)
কারে দূরে রাইখা কারে কাছে টাইনা লই
Random Song Lyrics :
- andrea - le strisce lyrics
- hello g'bye - god's favorite beefcake lyrics
- chama ela (remix) - lexa & pedro sampaio lyrics
- for lovin' u - myfrndlz lyrics
- nights - odd john lyrics
- animal - p3n3 brush lyrics
- future tone bender - tk from 凛として時雨 & milet lyrics
- neanche dio - ensi lyrics
- glass heart, i won't break - eyezinthehillz lyrics
- hotsy girl - world domination enterprises lyrics