
ei mom jochhonay - uttam kumar lyrics
Loading...
এই মোম জোছনায় অঙ্গ ভিজিয়ে,
এসো না গল্পো করি ৷
দেখো ওই ঝিলি মিলি চাঁদ,
সারা রাত আকাশে সলমাজরি ৷
এই মোম জোছনায় অঙ্গ ভিজিয়ে,
এসো না গল্পো করি ৷
জাফরানি ওই আলতা ঠোঁটে
মিষ্টি হাসির গোলাপ ফোটে ৷
মনে হয় বাতাসের ওই দিলরুবাতে
সুর মিলিয়ে আলাপ ধরি ৷
দেখো ওই ঝিলি মিলি চাঁদ,
সারা রাত আকাশে সলমাজরি ৷
এই মোম জোছনায় অঙ্গ ভিজিয়ে,
এসো না গল্পো করি ৷
এই রূপসী রাত আর ওই রুপালি চাঁদ বলে জেগে থাকো,
এ লগন আর কখনো ফিরে পাবে নাকো ৷
মখমলের ওই সূচনী ঘাসে,
বসলে না হয় একটু পাশে,
মনে হয় মহুয়ারি আতর মেখে,
তোমার কোলে ঘুমিয়ে পড়ি ৷
দেখো ওই ঝিলি মিলি চাঁদ,
সারা রাত আকাশে সলমাজরি ৷
এই মোম জোছনায় অঙ্গ ভিজিয়ে,
এসো না গল্পো করি ৷
ও. এসো না গল্পো করি ৷
Random Song Lyrics :
- 22 zoll - sekozaza lyrics
- foolish (remix) - jelani blackman lyrics
- the stand (live 2021) - hillsong united lyrics
- rockstar - the surrge lyrics
- so marseille - relo lyrics
- bruce the blood donor and bella the vampire - henrik widegren lyrics
- bad - rat city & dagny lyrics
- you broke me first - our last night lyrics
- conversa fiada - lamparina e a primavera lyrics
- bad grades - kids with buns lyrics