shesher opashe - vibe (bgd) lyrics
Loading...
 
 
		[instrumental intro]
[verse 1]
সকল রঙের অলীক স্পর্শ
সব দেখার অন্তিম প্রতিফলন
সব আকৃতির শেষ রূপে
জানা*অজানার অপরিণত সুর
জীবন শিখার আলোতে
বিকিয়ে দেওয়া সত্তার শেষ
[chorus]
রাতের আঁধার সকল প্রশ্নের জড়তা সব অজানা
নিজেকে জানার আশাতে
সকল প্রশ্নের রূপকার সবই শেষের ওপাশে
[instrumental break]
[verse 2]
নিজ পৃথিবীর মলিনতা
আশ্রয় নেয় যার মাঝে
সকল অচেনার ভরা দুপুর
নুয়ে পড়ে যে তার সাজে
জীবন লেখার স্মারকে
শেষ অধ্যায়ের রচনাতে
[chorus]
রাতের আঁধার সকল প্রশ্নের জড়তা সব অজানা
নিজেকে জানার আশাতে
শেষের ওপাশে সকল প্রশ্নের মিছিলে যত সংশয়
বিকিয়ে যাবে স্বর্গ*নরকে
[instrumental break]
[verse 3]
আমার চেতনার ওপাশে
হাতছানি দেয় আমায় স্বর্গ
জানি না কী কারণে
চাইনা যেতে ওপাশে
[instrumental outro]
Random Song Lyrics :
- it's real - light gz lyrics
 - 7alit 3ayni | حليت عيني - omar bjay lyrics
 - till i die - millyx4n lyrics
 - uptight (everything's alright) - jackie wilson lyrics
 - dimmi - legoccez lyrics
 - nada impedirá (part. gabriel guedes) - soraya moraes lyrics
 - before i fall - taylor torch lyrics
 - vienen del mar - marco viera y los trabas del mar lyrics
 - fuck whores - izuko lyrics
 - envy - devyn de loera lyrics