
ashar prodip jele - vibe lyrics
Loading...
[instrumental intro]
আলোর পৃথিবী
অস্পষ্ট অজানা স্মৃতি
আঁধার প্রকৃতিতে আমার অস্তিত্ব চিরমলিন
আলোর পৃথিবী
অস্পষ্ট অজানা স্মৃতি
আঁধার প্রকৃতিতে আমার অস্তিত্ব চিরমলিন
আঁধারে
আলোছায়া
চেনা দিন
অচেনাতে
অকারণ চেতনায় দুর্মর সন্তান
আশার দুঃস্বপ্নে সায়াহ্নে ত্রাণ
নবজীবনের অস্তিত্বের উজ্জ্বল প্রাণ
আশার প্রদীপ জ্বেলে
আশার শরীর এনে দেয় না*পাওয়ার ইতি
জিঘাংসার আস্ফালনে সাফল্যের গীতি
আমারই
জানালাতে
নীল আকাশ
ফুটে ওঠে
অকারণ চেতনায় দুর্মর সন্তান
আশার দুঃস্বপ্নে সায়াহ্নে ত্রাণ
নবজীবনের অস্তিত্বের উজ্জ্বল প্রাণ
আশার প্রদীপ জ্বেলে
[instrumental outro]
Random Song Lyrics :