
obaak shob shopno - vibe lyrics
Loading...
ঘুমিয়ে গেছি আবারো,
হারালো আমার দিনগুলো
সময়ের আঘাতে
শূন্যতায় ভেসে গেছে
অবাক সব স্বপ্ন নিজের সাথে গড়ি
ফিরে পেতে নিজেকে
আবার
কেন আমার আঁকা স্বপ্নটা
ভেঙে দিয়ে গেলে অযথা
অবাক সব স্বপ্ন নিজের সাথে গড়ি
ফিরে পেতে নিজেকে
আবার
আমি এঁকেছিলেম আমার আকাশটাকে
ছেরা ছেরা ভালবাসা মুঠোয় ভরে
স্বপ্ন মাখা মেঘের দেয়ালে
আঁধার কালো জড়ালো
আমারই আকাশ আমার আঁকা ছবি
দিশেহারা আমারই মত…
Random Song Lyrics :
- walk away - hopes avenue lyrics
- parelwitte stranden - feest dj maarten lyrics
- an island - a thousand ways to say nothing at all - tyde levi lyrics
- mina - snowy opium lyrics
- not nothing - dark tranquillity lyrics
- zuhause - chris (deu) lyrics
- sad story - rap id & newray lyrics
- on and on - bishu lyrics
- when you need a friend - cast - doc mcstuffins lyrics
- hai mai - thb brown lyrics