
shopnodeb - vibe lyrics
Loading...
[verse 1]
অজানা অদেখা আলোর ভুবন
ছায়া পথ নীহারিকার নিপুণ বুনন
এসবই দেখি অজানা আলোতে
স্বপ্নের দেয়ালে বাঁধা ফেলে
অজানা অদেখা আলোর ভুবন
ছায়া পথ নীহারিকার নিপুণ বুনন
এসবই দেখি অজানা আলোতে
স্বপ্নের দেয়ালে বাঁধা ফেলে
[chorus]
প্রশ্ন জাগে আমার অদৃশ্য দেয়ালে
জানা অজানার গুণিন দেখে পরিশেষে
স্মৃতির প্রতিচ্ছবি তুমি সকল
অচেনার রুপকার আলেয়া অলংকারের
অদেখা স্বর্নকার স্বপ্নদেব
শোনো এই হাহাকার
[verse 2]
স্মৃতির অভিধানে যত সমাহার
সময়ে মহাকাশে শত তারা
খুঁজে দাও মনের অমিয় সুধা
স্বপ্ন দেশে তোমাকে পাওয়া
[chorus]
প্রশ্ন জাগে আমার অদৃশ্য দেয়ালে
জানা অজানার গুণিন দেখে পরিশেষে
স্মৃতির প্রতিচ্ছবি তুমি সকল
অচেনার রুপকার আলেয়া অলংকারের
অদেখা স্বর্নকার স্বপ্নদেব
শোনো এই হাহাকার…
[guitar solo]
Random Song Lyrics :
- 5 am (ft. ebenezer) - pawl (edm) lyrics
- stan, m. m. and the bad guy... (remix). - dj mark the 45 king lyrics
- something for my own - iamvandex lyrics
- run away - nutronic lyrics
- listen!! (from "k-on!!") - amalee lyrics
- tu mi conosci... - signor d lyrics
- alles deins - elisa loah lyrics
- dark and aggressive - yung kbs lyrics
- henne$y - junior h lyrics
- постскриптум (postscriptum) - appliexe lyrics