
alo - warfaze lyrics
কি আশা নিয়ে জেগেছি সকালে
আঁকলাম সূর্য তোমার কপালে
অথচ সারাকাশ জলে বিম্বিত
দৃষ্টি বিভ্রম কল্পনা প্রসূত
রকম অনেক আশা নিয়ে আমি জেগে উঠি
ক্ষত সেরে গেলে আবার বিব্রত হয়ে উঠি
আলো আরো আলো
আঁধার ঘনালো
আমার এ প্রাণ বৃথাই
উড়ে বেড়ায় তোমারই ছায়ায়
কি এক উৎকন্ঠা আমার
সাঁঝের মেঘ ভেসে যায়, ভেসে যায়
আমি বুঝে গেছি যে হায়!
শিশুর মত হতে হয়, সরল হয়
আমিও বুঝেছি যে হায়!
শিশুর মত হতে হয়, সরল হয়
যা কিছু সব আঁকা হয়
তবু সে মুখ আসে না এ মায়ায়
আসলে এরকম কোন মুখ নেই যে
আসলে এরকম মানুষ নেই যে
সবই আছে মায়ায়
মায়াবাদী নই আমি এ ধরায়
আমার এ প্রাণ বৃথাই
উড়ে বেড়ায় তোমারই ছায়ায়
কি এক উৎকন্থা আমার
সাঁঝের মেঘ ভেসে যায়, ভেসে যায়
আমি জেনেছি যে হায়!
শিশুর মত হতে হয়, সরল হয়
আমিও বুঝেছি যে হায়!
শিশুর মত হতে হয়, সরল হয়
আসলে এরকম কোন মুখ নেই যে
আসলে এরকম মানুষ নেই যে
সবই আছে মায়ায়
মায়াবাদী নই আমি এ ধরায়
সবই আছে মায়ায়
মায়াবাদী নই আমি এ ধরায়
Random Song Lyrics :
- 퇴근할게요 (i’m out!) - sway (kor) lyrics
- aç kapiyi - deha & deniz rhode lyrics
- sidewalks - zuloh lyrics
- (you make me) rock hard - syncin’ stanley lyrics
- me caí de la nube - los angeles negros lyrics
- tudo a ganhar - bianca tadini e luciano andrey lyrics
- oxxxymiron* — 2 girls 1 cup (diss джарахов & sqwoz bab) - сатир (satyr) lyrics
- born yesterday - gladie lyrics
- kolejny rok - szczypson lyrics
- trzy sześć vs babinci @ bitwa o pitos #2 (1/8) - bitwa o pitos lyrics