
brishti nemeche - warfaze lyrics
Loading...
বৃষ্টি নেমেছে
রিমঝিমরিম সুরের লহরী
নিঝুম রাতে
বৃষ্টি নেমেছে
কত স্মৃতি বুকে নিয়ে
উদাস করেছে এই রাত
বৃষ্টি নেমেছে
মনে পড়ে যায়
আমার গাঁ
বৃষ্টি নেমেছে
ঐ মাটির ভালোবাসায়
বার বার শুধু ডাকে
ফিরে আয় আয় আয়
স্মৃতির দুয়ার খুলে আমি
পায়ে চলেছি মেঠো পথে
কাশবন আর ঐ নদীর বাঁকে
আমি সুর করি
ঐ মাছরাঙা পাখির রঙে
আমি গান ধরি
ঐ শিস দেয়া পাখির ডাকে
স্মৃতির দুয়ার খুলে আমি
শুয়ে আছি কোন বটতলে
নিঝুম আকাশে তারার হাসি
আমি সুর করি
ঐ নিঝুম রাতের কোলে
আমি গান ধরি
ঐ জেগে থাকা তারার ভাষায়
বৃষ্টি নেমেছে
রিমঝিমরিম সুরের লহরী
নিঝুম রাতে
বৃষ্টি নেমেছে
কত স্মৃতি বুকে নিয়ে
উদাস করেছে এই রাত
বৃষ্টি নেমেছে
ঐ মাটির ভালোবাসায়
বার বার শুধু ডাকে
ফিরে আয় আয় আয়…
Random Song Lyrics :
- imagine - mike. lyrics
- polarna zorza - pazzy lyrics
- i care - 23 officiell lyrics
- enquanto o tempo passa - san jesus lyrics
- султаным - гузель уразова (güzel urazova) lyrics
- anara - bedford falls lyrics
- the girl in the attic - jupiterkami lyrics
- super sonic - deathrohk lyrics
- mero mann ko kura (romanized) - suyog mahato lyrics
- lieblingssᐸ3ng - dj konk lyrics