
dhup chaya - warfaze lyrics
Loading...
ধুপছায়া গোধূলি এই বেলায়, তুমি কাছে এসো
সুখছোয়া রূপসী এই রাতে তুমি ভালবেসো
তুমি ভালবেসো, শুধু আমাকেই
হৃদয়ে ধরে রেখো।
মেঘ এসে যদি কোনোদিনও এ মন ছুয়ে ছুয়ে যায়
ঝড় এসে যদি কোনোদিনও হৃদয় ভেঙ্গে দিয়ে যায়
প্রেমেরি অরন্যে ব্যাকুল তুমি কোনোদিনও ভুলে যেও না
তুমি ভালবেসো, শুধু আমাকেই
হৃদয়ে ধরে রেখো।
বিষাদে যদি কোনোদিনও এ মন কাঁদে বেদনায়
বিরহ যদি উঁকি দেয় মনে দিন কাটে নিরাশায়
পিয়ানোর সুর আমারিতা কোনোদিনও ভুলে যেও না
তুমি ভালবেসো, শুধু আমাকেই
হৃদয়ে ধরে রেখো
Random Song Lyrics :
- sacrifices - walk in paris lyrics
- if you let me - i question my decisions lyrics
- punk rock boy - yung kangy lyrics
- illusion barrier - prayze xcvii lyrics
- people playground (ft. hauntgat) (prod. invrt) - invrt lyrics
- i'm sorry - sadboixx lyrics
- ciclones - camilo séptimo & samantha barrón lyrics
- omg plz don't come around (smallpools remix) - the driver era lyrics
- ganji - psy lyrics
- anything - sharon van etten lyrics